TRENDING:

East Medinipur News|| বদলে যাবে জেলার অর্থনৈতিক মানচিত্র, ভূপতিনগরে খনিজ তেল ভাণ্ডারের হদিশ

Last Updated:

Economical scenario will change if Mineral Oil found in Bhupatinagar: ওএনজিসি স্যাটেলাইটের মাধ্যমে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসের খোঁজ চালায়। পূর্ব মেদিনীপুর জেলার নদ-নদী অববাহিকা অঞ্চলে এর আগেও প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের কারণে খনন কার্য চালানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভূপতিনগর: ভাগ্য খুলল পূর্ব মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গের। রাজনৈতিক হিংসার কারণে শিরোনামে থাকা ভূপতিনগরেই মিলল খনিজ তেলের সন্ধান। খনিজ তেল থেকে শুরু করে খনিজ সম্পদ বিশ্বের কাছে এখন বহু মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। যে সকল দেশ অথবা রাজ্য খনিজ সম্পদের ভান্ডারে পরিপূর্ণ সেই সকল দেশ অথবা রাজ্যের অর্থনৈতিক উন্নতি আকাশছোঁয়া। এ বার সেই রকমই ভাগ্য খুলতে চলেছে পশ্চিমবঙ্গের। কারণ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় মিলছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ ও খনিজ তেলের সন্ধান।
advertisement

খনিজ সম্পদের দিকে নজর রাখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাটির নিচে রয়েছে উন্নতমানের কয়লা। এই জেলার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে সকল জেলার নাম উঠে আসে তা হল পশ্চিম বর্ধমান বীরভূম ইত্যাদি। তবে তার পাশাপাশি উত্তর ২৪ পরগণার অশোকনগরে মিলেছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান। ওএনজিসির তরফ থেকে তা উত্তোলনের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করেছিলেন, চরম নৃশংসতার শিকার স্ত্রী, জানলে ভয়ে শিউরে উঠবেন

অশোকনগরে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ শুরু করার পাশাপাশি নতুন করে আরও এক জায়গায় খনিজ তেলের সন্ধান পাওয়া যায় উত্তর ২৪ পরগণার বনগাঁতে। এরপর আবার নতুন করে খনিজ তেলের সন্ধান মিলেছে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এই খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত করেছেন।

advertisement

View More

তবে ভূপতিনগরের ঠিক কত পরিমাণ খনিজ তেল মজুত রয়েছে তা নিশ্চিত করার জন্য সেখানে খুব তাড়াতাড়ি খনন কার্য শুরু করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। চলতি সপ্তাহে স্থানীয় পঞ্চায়েত, ব্লক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে বলেও জানা যাচ্ছে। ওএনজিসি-র তরফ থেকে এই আলোচনা করা হবে এবং তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।

advertisement

আরও পড়ুনঃ মোটা বেতনের চাকরি ছেড়ে রাশিয়া থেকে মুর্শিদাবাদ, লাল বেনারসিতে বিয়ের পিঁড়িতে রুশ যুবতী

প্রসঙ্গত, ওএনজিসি স্যাটেলাইটের মাধ্যমে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসের খোঁজ চালায়। পূর্ব মেদিনীপুর জেলার নদ-নদী অববাহিকা অঞ্চলে এর আগেও প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের কারণে খনন কার্য চালানো হয়েছে।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুরেও এইরকম খনিজ তেলের সন্ধান মিলেছে বলেও জানা যাচ্ছে সূত্র মারফৎ। সেখানে সবংয়ে মিলেছে খনিজ তেলের সন্ধান। সেখানেও ওএনজিসির তরফ থেকে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে বলে সূত্রের খবর। এই সকল জায়গা ছাড়াও নারায়নগড়ে তেলের জন্য কাজ চালানো হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News|| বদলে যাবে জেলার অর্থনৈতিক মানচিত্র, ভূপতিনগরে খনিজ তেল ভাণ্ডারের হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল