একই দিনে শাসক দলের ৩ জন নেতা তিনটি থানায় গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। ২৮ ডিসেম্বর বুধবার পূর্ব মেদিনীপুরের চাঞ্চল্য পড়ে একদিনে শাসকদলের তিন নেতার গ্রেফতারিতে। কেউ সদ্য প্রাক্তন পঞ্চায়েত প্রধান কেউ পঞ্চায়েত সমিতির সদস্য কেউ আবার প্রাক্তন কাউন্সিলর। সবাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কালো পাথর দুর্নীতি মামলায় গ্রেফতার শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য নেতা দিবাকর জানা।
advertisement
আরও পড়ুন: জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক্টর, তিন পাল্টি পিকআপ ভ্যানে! মৃত ১
একই অভিযোগে গ্রেফতার শান্তিপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রাক্তন হওয়া প্রধান। সেখ সেলিম আলিকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কালো পাথর বা বোল্ডার দুর্নীতি নিয়ে সেলিম আলি ও দিবাকর জানার বিরুদ্ধে ২০১৮ সালে অভিযোগ জানানো হয়। সেই মামলায় তাদের গ্রেফতার করে কোলাঘাট ও তমলুক থানার পুলিশ। সেলিম আলি শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৮ ডিসেম্বর প্রধানের পদ থেকে ইস্তফা দেন। তারপরই কালো পাথর বা বোল্ডার দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কোলাঘাট থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদের পর কোলাঘাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। অন্যদিকে, ওই একই দুর্নীতিতে জড়িত থাকার কারণে তমলুক থানা দিবাকর জানাকে গ্রেফতার করে। দিবাকর জানা শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাধিপতি ও বর্তমান সদস্য।
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
অন্যদিকে, হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর প্রশান্ত দাসকে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা করে হলদিয়ার দূর্গাচক থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত প্রশান্ত দাস হলদিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর ছিলেন। নিজের ওয়ার্ডে যুবক জাহাঙ্গির হোসেন হলদিয়ার দুর্গাচক থানায় প্রতারণার অভিযোগ করেন। এরপরেই এফআইআর করা হয় শাসকদলের কাউন্সিলর প্রশান্ত দাসের বিরুদ্ধে।
মহিষাদলের সি আই প্রশান্ত পালের নেতৃত্বে দুর্গাচক থানায় ডেকে তৃণমূল কাউন্সিলার প্রশান্ত দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর না মিলায় সন্ধ্যায় প্রশান্ত দাসকে গ্রেফতার করে পুলিশ। দুর্নীতির অভিযোগে তিন থানায় গ্রেফতার হওয়ার তিন শাসকদলের নেতাকে এদিন কোর্টে তোলা হবে। দিবাকর জানা ও সেলিম অলিকে তমলুক আদালতে তোলা হবে। প্রশান্ত দাসকে হলদিয়া আদালতে তোলা হবে।
সৈকত শী






