এবার পঞ্চায়েত নির্বাচনের পর পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে অগাস্ট মাসে। কোলাঘাট সিদ্ধার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে প্রশাসনিক পদে শপথ নেওয়ার পর এলাকাবাসীর সুবিধার্থে দুয়ারে প্রধান শুরু করলেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান।
আরও পড়ুন: ১১০ কিলো ওজন…! দিঘায় জালে উঠল বিশালাকার ‘দৈত্য’! তোলপাড় সোশ্যাল মিডিয়া, দেখুন
advertisement
বিভিন্ন সরকারি পরিষেবা সরাসরি মানুষকে পৌঁছে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন দুয়ারে সরকার প্রকল্প। আর তাতে রাজ্যজুড়ে সাফল্য পেয়েছে সরকার। দুয়ারে সরকারের পর দুয়ারে ডাক্তার প্রকল্প গ্রহণ করেছিল সরকার। এবার শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত প্রধানের উদ্যোগে শুরু হল দুয়ারে প্রধান পরিষেবা।
প্রধান হল একটি প্রশাসনিক পদ। শুধু পদে বসলেই হয় না, প্রধান হিসেবে মানুষেরা যে কারণে আপনাকে নির্বাচিত করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা একজন প্রধানের দায়িত্ব ও কর্তব্য। এই কর্তব্য প্রতিষ্ঠার উদেশ্য নিয়েই এবার নয়া উদ্যোগ প্রশাসনের।
আরও পড়ুন: বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ! আজ ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ গ্ৰাম পঞ্চায়েত থেকে নবনির্বাচিত প্রধান হামিদুল খান। প্রথমবার প্রধান নির্বাচিত হয়ে তিনি নানা কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষদের খুব কাছের হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। কখনও কোদাল হাতে মাথায় গামছা বেঁধে, কখনও দুয়ারে সরকারে মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আবার বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে মানুষকে নানা সুবিধা দেওয়া থেকে মানুষের অভাব অভিযোগ শোনা সবেতেই অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে প্রধানকে।
প্রধানের এই ভূমিকায় খুশি এলাকাবাসী। এবার এলাকাবাসীর আরও কাছে পৌঁছে যেতে গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজের ফোন নম্বর-সহ লিফলেট বিলি করলেন প্রধান। এ বিষয়ে তিনি জানান “এক ডাকে প্রধান” এই পরিষেবার জন্য বুথে বুথে প্রতিটি বাড়িতে যাচ্ছেন এবং একটি কাগজ প্রদান করছেন, যাতে প্রধানের নাম ও ফোন নম্বর রয়েছে। যেকোনও সময় যেকোনও প্রয়োজনে মানুষে তাঁকে ফোন করে জানাতে পারেন এবং তিনি চেষ্টা করবেন যথাসাধ্য মানুষের পাশে থাকার।
এছাড়াও ‘দুয়ারে প্রধান’ প্রকল্পের মাধ্যমেও তিনি জানিয়েছেন, প্রতি সপ্তাহে অন্তত একদিন তিনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন। গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের প্রয়োজনীয় সই-সহ প্রয়োজনীয় কাগজপত্র সহ নানা বিষয়ে মানুষের পাশে থাকবেন। তিনি জানান, এলাকায় অনেক অসুস্থ ও বয়স্ক মানুষ আছেন, যাদের পক্ষে অফিসে যাওয়া সম্ভব নয়। তাদের কথা ভেবেই এই উদ্যোগ। প্রধানের এই উদ্যোগে খুশি পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষজন। প্রধানের এই উদ্যোগকে তারাও সাধুবাদ জানিয়েছেন।
সৈকত শী