Viral Video: ১১০ কিলো ওজন...! দিঘায় জালে উঠল বিশালাকার 'দৈত্য'! তোলপাড় সোশ্যাল মিডিয়া, দেখুন
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Big Fish Viral Video: দৈত্যাকার মাছ ঘিরেই হইচই শুরু হয়েছে দিঘার মোহনার পাইকারি মাছ বাজারে।
ভাইরাল ভিডিও: বিশাল আকৃতির সামুদ্রিক কই ভোলা উঠল মৎস্যজীবীদের জালে। আর এই দৈত্যাকার মাছ ঘিরেই হইচই শুরু হয়েছে দিঘার মোহনার পাইকারি মাছ বাজারে।
জানা যাচ্ছে, একেবারে বিশালাকার কই ভোলা মাছটির ওজন প্রায় ১১০ কেজি। সচারাচর এত বড় চেহারার কইভোলা মাছ দেখতে পাওয়া যায় না।
advertisement
মৎস্যজীবীদের কথায়, মাছটি গভীর সমুদ্রের মাছ। পারাদ্বীপ থেকে এসেছে মাছটি। BCC আড়তে তোলা হয় মাছটিকে।
advertisement
মাছটির মূল্য ২৫০০০ টাকা হলেও। বিপুল অঙ্কে মাছটি রফতানি করা হয় বিদেশে। তার আগে অবশ্য দিঘায় পর্যটকদের হুলুস্থুল পরে যায় মাছ দেখতে।
কিন্তু কেন তেলিয়া ভোলার এত কদর? জানা গিয়েছে, এই মাছের পেটে প্রচুর পরিমাণে পটকা থাকে। সেই কারণেই অত্যন্ত মূল্যবান এই মাছ। ব্যবসায়ীরা বলেন, “এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয় তেলিয়া ভোলা।”
advertisement
এছাড়া গবেষণার কাজেও তেলিয়া ভোলা ব্যবহার করা হয়। তা আবার বিদেশে রফতানিও করা হয়। পূর্ব ভারতের সবথেকে বড় নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র দিঘার মোহনা। গত বছরও মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল বিশালাকার তেলিয়া ভোলা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 03, 2023 1:03 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ১১০ কিলো ওজন...! দিঘায় জালে উঠল বিশালাকার 'দৈত্য'! তোলপাড় সোশ্যাল মিডিয়া, দেখুন










