এগরার ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে এগরার জামগাঁ গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল বারুদ। স্থানীয় সূত্রে খবর, চৈতন্য মান্না নামে এক ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাজি বানাচ্ছিল। খাদিকুলে বিস্ফোরণের পর জামগাঁ গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে বিপুল পরিমানে অবৈধ বাজি মজুত করে রাখা হয়। এলাকাবাসীদের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
প্রসঙ্গত এগরার ভয়াবহ বিস্ফোরণ রাজ্য-রাজনীতির প্রধান চর্চার বিষয় হয়ে উঠেছে। খাদিকুল গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী। তা নিয়ে উত্তেজনাও ছড়িয়েছে এলাকায়। একে একে ফরেন্সিক দল, বম্ব ডিসপোজাল দল এবং ডগ স্কোয়াড গিয়েছে। বিস্ফোরণের পর থেকে বাংলা রাজনীতির কার্যত ভরকেন্দ্র হয়ে উঠেছে খাদিকুল গ্রাম।
এগরার বিস্ফোরণের পর অবৈধ বাজি কারবারিরা তাদের বাজি তৈরির সাজ সরঞ্জাম ও বারুদ অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছে বলে জানা যায় বিভিন্ন সূত্র মারফত। অবৈধ বাজি ব্যবসায়ী চৈতন্য মান্নাও কারখানা থেকে বাজি তৈরির বারুদ ও মাল-মশলা নিজের গ্রামের বাড়িতে এনে মজুদ করে। গ্রামবাসীরা একত্র হয়ে নিজেরাই পুলিশকে জানান।
Saikat Shee