TRENDING:

East Medinipur News: সরকারি আবাস যোজনার বাড়ি বদলে হল ওষুধের দোকান! হলদিয়ায় চূড়ান্ত চাঞ্চল্য

Last Updated:

আশ্চর্য বদল আবাস যোজনার বাড়িতে। চাঞ্চল্য হলদিয়া জুড়ে। সরকারি আবাস যোজনার বাড়ি বদলে গেল ওষুধের দোকানে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর: ছিল রুমাল হয়ে গেল বেড়াল। না কোনও ম্যাজিসিয়ানের কেরামতি নয়। জাদু বলে কোনও কিছুর পরিবর্তনও নয়। সরকারি আবাস যোজনার বাড়ি বদলে গেল ওষুধ দোকানে। আর তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়ায়। হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনির বীরাঙ্গনা ব্লকের একটি আবাস যোজনা বাড়িতে তৈরি হয়েছে ওষুধ দোকান। গৃহীনদের মাথায় পাকা ছাদ সহ বাড়ির জন্যই সরকারি আবাস যোজনা প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের দুর্নীতি চরমে পৌঁছেছে পূর্ব মেদিনীপুরে।
advertisement

সরকারি আবাস যোজনায় পাওয়া বাড়ি মালিক ৬ হাজার টাকার ভাড়ার বিনিময়ে একে ওষুধ দোকানকে ভাড়া দিয়েছে। বাড়িটি আরতি প্রধান নামের এক মহিলার। ২০১৮-১৯ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তিন লক্ষাধিক টাকা পান বাড়ি করার জন্য। স্বামীর বাড়িতে ঠাঁই না মেলার কথা জানিয়ে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে তিনি তৈরি করেন আবাস যোজনার বাড়ি। কিন্তু প্রতিবেশী সূত্রে জানা যায় তিনি স্বামীর সঙ্গেই থাকেন। মাস চারেক আগে সেই বাড়ির সাজসজ্জা একেবারে বদলে যায়। তারপর সেই বাড়ি ভাড়া দেওয়া হয় তমলুকের নিমতৌড়ির বাসিন্দা এক ব্যবসায়ীকে। মাসিক ৬ হাজার টাকা ভাড়ার বিনিময়ে রাতারাতি তৈরি হয়ে যায় ওষুধের দোকান।

advertisement

আরও পড়ুন: পাহাড় যাচ্ছেন? আবহাওয়া জানেন তো! ঝলমলে শায়িত বুদ্ধ, কনকনে দার্জিলিং যেন স্বর্গ

আরও পড়ুন: দিদির সুরক্ষা কবচ এবার চা বলয়ে পৌঁছে দিতে পদক্ষেপ আদিবাসী উন্নয়ন দফতরের

আরতী প্রধানের প্রতিবেশীরা জানান, আলাদা নয়। স্বামীর সঙ্গেই থাকেন আরতি দেবী। হলদিয়ার একটি কারখানায় শ্রমিকের কাজ করেন আরতি দেবীর স্বামী স্বপন প্রধান। তাঁদের পরিবারের অবস্থাও বেশ স্বচ্ছল।” তাঁদের দাবি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে আবাস যোজনার বাড়ি বাগিয়েছেন স্বপন প্রধান। ঘটনার তদন্তে দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে হলদিয়া পৌরসভার বর্তমান প্রশাসক ও হলদিয়ার মহাকুমা শাসক জানান, 'অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্যি হলে নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: সরকারি আবাস যোজনার বাড়ি বদলে হল ওষুধের দোকান! হলদিয়ায় চূড়ান্ত চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল