বাঙালির প্রিয় গন্তব্য গুলির মধ্যে অন্যতম দিঘা। ভ্রমন প্রিয় বাঙালি হাতের কাছে সমুদ্র সৈকত দিঘা একটি পছন্দের জায়গা। যেকোনও ছুটিতে বা কাজের ফাঁকে সপ্তাহান্তে দিঘায় সময় কাটাতে চান সমুদ্র প্রেমী বাঙালিরা। সেই সমুদ্র প্রেমী বাঙ্গালীদের এবার উপহার দিল ভারতীয় রেলের সাউথ ইস্টার্ন শাখা। আবারও দিঘার জন্য একজোড়া মেমু পাসেঞ্জার ট্রেন চালু হল। বলা যায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দাদের কাছে এ যেন পুজোর উপহার। এই মেমু প্যাসেঞ্জার ট্রেন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার জন্য নয় পার্শ্ববর্তী জেলা থেকে দিঘা বেড়াতে আসা মানুষজনদের জন্য রেলের উপহার।
advertisement
আরও পড়ুন: গণপতি বাপ্পা ঝুকেগা নেহি! 'পুষ্পা' আল্লু অর্জুনের ছায়া গণেশ মূর্তিতে ! ভাইরাল
০৮১৪৩ পাঁশকুড়া দিঘা মেমু প্যাসেঞ্জার ট্রেনটি সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দুপুর ২:২০ মিনিটে পাঁশকুড়া জংশন থেকে ছেড়ে যাবে। লোকাল ট্রেনের মত যাত্রা পথে প্রতিটি স্টেশনে থামবে। ট্রেনটি তিন ঘণ্টার কম সময়ে বিকেল ৫:০৫ মিনিটে দিঘা পৌঁছাবে। আবার ০৮১৪৪ দিঘা পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার বিকেল ৫:২৫ মিনিটে দিঘা থেকে ছেড়ে সন্ধ্যে ৭:৪৫ মিনিটে পাঁশকুড়া এসে পৌঁছাবে। ফলে দিঘা থেকে যেসব পর্যটকেরা বিকেলের পর ফিরতে চান তাদের জন্য এই ট্রেনটি উপযোগী।
৩১ আগস্ট ২০২২, বুধবার থেকে এই ট্রেনটি চলবে বলে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে দিঘা রেলওয়ে স্টেশন মাস্টার সঞ্জীব দাস মহাপাত্র জানিয়েছেন, 'বুধবার থেকেই লোকাল ট্রেনটি চালু হচ্ছে।' দিঘা রেলওয়ে পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ তরুণ সামন্ত জানান, 'আমাদের কাছে ইনফরমেশন এসেছে এদিন থেকেই ট্রেন চালু হচ্ছে।' প্রসঙ্গত উল্লেখ্য করোনার কালে দিঘা যাওয়ার একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। পুনরায় সেই সমস্ত ট্রেন চালু হচ্ছে। চলতি মাসের প্রথম দিকে হাওড়া থেকে দিঘা এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। পুজোর আগেই আবার লোকাল ট্রেন চালু হল। এই ট্রেনে করে দিঘা যেতে আসতে মোট ৭০ টাকা খরচ হবে। যারা সস্তায় দিঘা ঘুরতে চান এই ট্রেনটি তাদের সেই চাহিদা পূরণ করবে।
SaikatShee