দিঘা মোহনা মৎস্যজীবীদের কাছে কার্যত আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ড্রেজিং না হওয়ার ফলে প্রতিবছরই মাছ ধরে ফিরে আসার সময় চড়ায় ধাক্কা লেগে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এবছরও মরসুমের শুরুর দিকে সমুদ্রে মাছ ধরে মোহনায় আসার সময় চড়ায় ধাক্কা লেগে দুটি ট্রলার ডুবে যায়। সাঁতারে জেলে মাঝিরা বিপদের হাত থেকে রক্ষা পেলেও কয়েক লক্ষ টাকার মাছ সহ ট্রলার ডুবে যায়। চলতি মরসুমে ট্রলার ডুবির পরও দিঘা মোহনায় ড্রেজিং এর দাবি তোলে ট্রলার মালিক ও মৎস্যজীবীরা।
advertisement
আরও পড়ুন: ডায়াবেটিসের রোগীরা কি খাসির মাংস খেতে পারেন? কী বলছেন বিশেষজ্ঞেরা..
অবশেষে আগামী মরসুম থেকে আর চড়ায় ধাক্কা লেগে ট্রলার ডুবির ঘটনা ঘটবে না বলে মনে করছেন স্থানীয়রা। দিঘা মোহনায় ড্রেজিং এর জন্য কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে অর্থ অনুমোদন করা হয়েছে মোট ২১ কোটি টাকা। এই টাকার ১২ কোটি টাকা ড্রেজিংয়ের জন্য খরচ করা হবে এবং বাকি টাকা শংকরপুর ফিসিং হারবারের উন্নয়নের জন্য খরচ হবে বলে জানা যায় দিঘা শংকরপুর ফিশারমেন ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এছাড়া, আরও জানা যায় নভেম্বর মাসের পর ড্রেজিং-এর কাজ শুরু হবে।
আরও পড়ুন: সেপ্টেম্বরেই বিদেশ যাচ্ছেন মমতা! মিলল কেন্দ্রের অনুমতি, এবার গন্তব্য দুবাই এবং স্পেন
এ বিষয়ে দিঘা শংকরপুর ফিশারমেন ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রণব কর জানান, ‘‘মোহনায় ট্রেডিং সহ ফিশিং হারবারের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ২১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ফলে দিঘা মোহনা এ ড্রেজিং এর সমস্যা মিটবে।’’ দিঘা মোহনায় ড্রেজিং-এর সমস্যা দীর্ঘদিনের অবশেষে সেই সমস্যা মিটতে চলেছে।
Saikat Shee