Diabetes | Mutton: ডায়াবেটিসের রোগীরা কি খাসির মাংস খেতে পারেন? কী বলছেন বিশেষজ্ঞেরা..

Last Updated:
ডায়াটেশিয়ান আকাঙ্ক্ষা মিশ্রা জানাচ্ছেন, মাটন, বা খাসির মাংস ‘রেড মিট’ -এর গোত্র ভুক্ত৷ আর ‘রেড মিট’ ডায়াবেটিসের রোগীদের কখনওই বেশি খাওয়া উচিত নয়৷
1/6
ডায়াবেটিসের সমস্যা দেখা দিলে ওষুধপত্র তো বটেই, খাওয়া দাওয়ার দিকেও বিশেষ নজর দিতে হয় রোগীদের৷ কারণ, ডায়াবেটিস থেকেই সূচনা হয় কোলেস্টেরল, কিডনি, চোখের মতো সমস্যা৷ প্রভাব পড়ে হৃদযন্ত্রেও৷ তাই ডায়াবেটিস বা ব্লাডসুগার নিয়ন্ত্রণ করা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস৷
ডায়াবেটিসের সমস্যা দেখা দিলে ওষুধপত্র তো বটেই, খাওয়া দাওয়ার দিকেও বিশেষ নজর দিতে হয় রোগীদের৷ কারণ, ডায়াবেটিস থেকেই সূচনা হয় কোলেস্টেরল, কিডনি, চোখের মতো সমস্যা৷ প্রভাব পড়ে হৃদযন্ত্রেও৷ তাই ডায়াবেটিস বা ব্লাডসুগার নিয়ন্ত্রণ করা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস৷
advertisement
2/6
অনেকেই মনে করেন, শুধু চিনি বা মিষ্টি খাওয়া বন্ধ করে দিলেই সুগার নিয়ন্ত্রণে থাকে৷ কিন্তু, এমনটা নয়, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে হলে নিয়ন্ত্রণ করতে হবে ‘কার্বোহাইড্রেট ইনটেক’৷ পাশাপাশি, স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা থাকবে৷
অনেকেই মনে করেন, শুধু চিনি বা মিষ্টি খাওয়া বন্ধ করে দিলেই সুগার নিয়ন্ত্রণে থাকে৷ কিন্তু, এমনটা নয়, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে হলে নিয়ন্ত্রণ করতে হবে ‘কার্বোহাইড্রেট ইনটেক’৷ পাশাপাশি, স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা থাকবে৷
advertisement
3/6
ডায়াটেশিয়ান আকাঙ্ক্ষা মিশ্রা জানাচ্ছেন, মাটন, বা খাসির মাংস ‘রেড মিট’ -এর গোত্র ভুক্ত৷ আর ‘রেড মিট’ ডায়াবেটিসের রোগীদের কখনওই বেশি খাওয়া উচিত নয়৷ এরব কারণও ব্যাখ্যা করেছেন তিনি, পাশাপাশি, জানিয়েছেন, ঠিক কতদিন অন্তর মাটন খাওয়া যেতে পারে এবং তাতে কী কী শর্ত রয়েছে৷
ডায়াটেশিয়ান আকাঙ্ক্ষা মিশ্রা জানাচ্ছেন, মাটন, বা খাসির মাংস ‘রেড মিট’ -এর গোত্র ভুক্ত৷ আর ‘রেড মিট’ ডায়াবেটিসের রোগীদের কখনওই বেশি খাওয়া উচিত নয়৷ এরব কারণও ব্যাখ্যা করেছেন তিনি, পাশাপাশি, জানিয়েছেন, ঠিক কতদিন অন্তর মাটন খাওয়া যেতে পারে এবং তাতে কী কী শর্ত রয়েছে৷
advertisement
4/6
মাটন বা খাসির মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট এবং স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট থাকে৷ এই ধরনের খাবার খেলে ডায়াবেটিসের রোগীদের শরীরে কোলেস্টরলের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে৷ যা অনিয়ন্ত্রিত অবস্থায় পৌঁছলে হৃদরোগের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷ তাছাড়়া, পর্ক, ল্যাম্ব ইত্যাদির রেড মিটও টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায়৷ তবে কি,  সুগারের রোগীদের মাটন একটুও খাওয়া চলে না? নাকি নিয়ন্ত্রিত ভাবে খাওয়া চলে..কী বলছেন ডায়াটেশিয়ান?
মাটন বা খাসির মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট এবং স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট থাকে৷ এই ধরনের খাবার খেলে ডায়াবেটিসের রোগীদের শরীরে কোলেস্টরলের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে৷ যা অনিয়ন্ত্রিত অবস্থায় পৌঁছলে হৃদরোগের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷ তাছাড়়া, পর্ক, ল্যাম্ব ইত্যাদির রেড মিটও টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায়৷ তবে কি, সুগারের রোগীদের মাটন একটুও খাওয়া চলে না? নাকি নিয়ন্ত্রিত ভাবে খাওয়া চলে..কী বলছেন ডায়াটেশিয়ান?
advertisement
5/6
বিশেষজ্ঞেরা বলছেন, ইচ্ছে হলে ১৫ দিনে একবার মাটন খেতে পারেন সুগারের রোগীরা৷ সপ্তাহে ২ বার মুরগির মাংস খাওয়া চলে৷ সপ্তাহে ৩-৪ দিন মাছ খাওয়া যেতে পারে৷ তবে এই হিসাবের পুরোটাই নির্ভর করছে ওই ডায়াবেটিস রোগী বর্তমানে কী অবস্থায় রয়েছেন, তাঁর ব্লাড সুগার লেভেল কত? তার উপর
বিশেষজ্ঞেরা বলছেন, ইচ্ছে হলে ১৫ দিনে একবার মাটন খেতে পারেন সুগারের রোগীরা৷ সপ্তাহে ২ বার মুরগির মাংস খাওয়া চলে৷ সপ্তাহে ৩-৪ দিন মাছ খাওয়া যেতে পারে৷ তবে এই হিসাবের পুরোটাই নির্ভর করছে ওই ডায়াবেটিস রোগী বর্তমানে কী অবস্থায় রয়েছেন, তাঁর ব্লাড সুগার লেভেল কত? তার উপর
advertisement
6/6
তবে, এই পরামর্শ মানার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন৷ নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলা সুগারের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ একটু এদিক ওদিকেই হয়ে যেতে পারে বিপদ৷
তবে, এই পরামর্শ মানার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন৷ নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলা সুগারের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ একটু এদিক ওদিকেই হয়ে যেতে পারে বিপদ৷
advertisement
advertisement
advertisement