Diabetes | Mutton: ডায়াবেটিসের রোগীরা কি খাসির মাংস খেতে পারেন? কী বলছেন বিশেষজ্ঞেরা..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ডায়াটেশিয়ান আকাঙ্ক্ষা মিশ্রা জানাচ্ছেন, মাটন, বা খাসির মাংস ‘রেড মিট’ -এর গোত্র ভুক্ত৷ আর ‘রেড মিট’ ডায়াবেটিসের রোগীদের কখনওই বেশি খাওয়া উচিত নয়৷
advertisement
advertisement
advertisement
মাটন বা খাসির মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট এবং স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট থাকে৷ এই ধরনের খাবার খেলে ডায়াবেটিসের রোগীদের শরীরে কোলেস্টরলের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে৷ যা অনিয়ন্ত্রিত অবস্থায় পৌঁছলে হৃদরোগের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷ তাছাড়়া, পর্ক, ল্যাম্ব ইত্যাদির রেড মিটও টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায়৷ তবে কি, সুগারের রোগীদের মাটন একটুও খাওয়া চলে না? নাকি নিয়ন্ত্রিত ভাবে খাওয়া চলে..কী বলছেন ডায়াটেশিয়ান?
advertisement
advertisement