mamata banerjee: সেপ্টেম্বরেই বিদেশ যাচ্ছেন মমতা! মিলল কেন্দ্রের অনুমতি, এবার গন্তব্য দুবাই এবং স্পেন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
স্পেনের সফর সেরে দুবাইতে আসবেন মমতা৷ সেখানেও প্রবাসী ভারতীয় শিল্পপতি ও স্থানীয় বণিক মহলের সঙ্গে আলোচনা করার কথা তাঁর। সেই সূত্রে দুবাইতে দু-তিন দিন থাকতে পারেন তিনি। তারপরে মুখ্যমন্ত্রী দুবাই থেকে সোজা ফিরবেন কলকাতায়৷ ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরার কথা তাঁর৷
কলকাতা: বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েকদিন আগেই বিষয়টি শোনা গিয়েছিল৷ এবার তাতে পড়ল সিলমোহর৷ মিলল কেন্দ্রের অনুমতি৷ নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক৷ সব কিছু ঠিক থাকলে আগামী ১২ সেপ্টেম্বরেই স্পেনের উদ্দেশে রওনা হবেন তিনি৷
এর আগে মিশনারিস অফ চ্যারিটি-র আমন্ত্রণে রোমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুর এবং লন্ডনেও এই ধরনের সফর সেরেছেন তিনি। কিন্তু মাঝে তাঁর শিকাগো ও চিন সফরের বিষয়ে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। তখন তা নিয়ে ‘রাজনীতির’ অভিযোগ তুলেছিল তৃণমূল৷ এবারেও ‘ছাড়পত্র’ নিয়ে টানাপড়েনের ‘আশঙ্কা’ করেছিল তারা৷ তবে, শেষমেশ মিলল কাঙ্ক্ষিত অনুমতি৷
আরও পড়ুন: রাজ্যের তকমা ফিরে পেতে চলেছে জম্মু ও কাশ্মীর! যে কোনও দিনই হবে ভোট, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
বর্তমানে ইন্ডিয়া জোটের বৈঠকে মুম্বইয়ে রয়েছেন তৃণমূলনেত্রী৷ ১২ সেপ্টেম্বর রওনা দেবেন স্পেনের উদ্দেশে। সেখানে রাজধানী শহর মাদ্রিদ ও বার্সেলোনায় কয়েকদিন থাকার কথা তাঁর৷ জানা গিয়েছে, সেখানে তিনি বৈঠক করবেন সেখানকার প্রবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে৷ সূত্রের খবর, বঙ্গে কী ধরনের শিল্পের পরিবেশ রয়েছে, সেটাই শিল্পপতিদের সামনে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
স্পেনের সফর সেরে দুবাইতে আসবেন মমতা৷ সেখানেও প্রবাসী ভারতীয় শিল্পপতি ও স্থানীয় বণিক মহলের সঙ্গে আলোচনা করার কথা তাঁর। সেই সূত্রে দুবাইতে দু-তিন দিন থাকতে পারেন তিনি। তারপরে মুখ্যমন্ত্রী দুবাই থেকে সোজা ফিরবেন কলকাতায়৷ ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরার কথা তাঁর৷
advertisement
সামনেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন৷ তার আগে রাজ্যে বিদেশি লগ্নি আনার লক্ষ্যেই এই বিদেশ সফর বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর আগে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও সংশ্লিষ্ট দেশে পৌঁছবেন বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 31, 2023 3:07 PM IST