কার্যত পুজো মণ্ডপই হয়ে উঠবে যামিনী রায়কে নিয়ে একটি আস্ত মিউজিয়াম। যামিনী রায়ের এই শিল্পকীর্তি তরুণ প্রজন্মের কাছে আজ বিলুপ্তপ্রায়। তাই ছোটদের কাছে যামিনী রায়ের ছবি পরিচিত ঘটাতে উদ্যোগী হয়েছে নবতারা ক্লাব। হলদিয়া শিল্পাঞ্চল লাগোয়া চৈতন্যপুরে প্রতিবারই পুজোর থিমে চমক দেয় এই ক্লাব।
আরও পড়ুন - Uttar Pradesh: একবার নয় দু'বার নয়, পাঁচ বার ছোবল মারল সাপ, তারপর যুবকের যা হল...
advertisement
১০০ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের একটি বিশাল আকৃতির দোতালা দালান মাটির বাড়ির আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দেওয়ালজুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে যামিনী রায়ের শিল্পকর্মের চালচিত্র।দেবী এবার নৌকায় আগমন করছেন। সেজন্য বাড়ির উঠান সাজানো হবে নৌকো দিয়ে। যামিনী রায়ের পটের মুখের আদলে দুর্গা প্রতিমা বসবে মণ্ডপে। মণ্ডপসজ্জার কাজ করছেন মহিষাদলের শিল্পী চন্দন মাইতি। এক শিল্পীর তুলিতেই আর এক প্রখ্যাত শিল্পীর ছবি প্রতিরূপ তৈরি হচ্ছে।
শিল্পী বলেন, "৬ ফুট বাই ৪ ফুট প্লাইউড বোর্ডের উপর ক্যানভাসের মতো করে যামিনী রায়ের ৫০টি বিখ্যাত ছবির প্রতিরূপ আঁকা হয়েছে। এছাড়া ফোমের উপর আরও শতাধিক ছোট ছোট ছবি আঁকা হচ্ছে।" প্রতিবারই নবতারার পুজোর বড় আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা সহ কুমারী দেবীর পরিক্রমা এবং পুজো। ঘোড়ার গাড়িতে চেপে মণ্ডপে আসেন কুমারী মা। কুমারী পুজোকে ঘিরে উন্মাদনা সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। দু'বছর কোভিড কাটিয়ে পুনরায় আগের মতো ছন্দে ফিরছে হলদিয়ার চৈতন্যপুর নবতারা। পঞ্চমী থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পুজো মণ্ডপ।
Saikat Shee