Uttar Pradesh: একবার নয় দু'বার নয়, পাঁচ বার ছোবল মারল সাপ, তারপর যুবকের যা হল...

Last Updated:

আলাদা আলাদা পাঁচদিন ধরে পাঁচ জায়গায় সাপ ছোবল মারে যুবককে৷

viral news:  snake bites a young man 5 times in Agra
viral news: snake bites a young man 5 times in Agra
#আগ্রা: উত্তরপ্রদেশের আগ্রায় ২০ বছরের যুবক রজত চাহারের থেকে বদলা নিতে মরিয়া একটি সাপ! একবার- বা দুবার নয়, একটি সাপ এই যুবককে পাঁচবার কামড় বসিয়েছে৷ কিন্তু এতেও যথেষ্ট পরিমাণ বিষ ঢালতে পারেনি এই সাপ৷ কারণ চিকিৎসার পর প্রাণ ফিরে পেরেছেন ওই যুবক৷ কিন্তু ওই যুবকের পরিবার এখনও আতঙ্কের প্রহর গুনছেন৷
আগ্রার দক্ষিণী বাইপাসের থানা মলপুরা ক্ষেত্রের মনকেড়া গ্রামে এখনও সাপের কামড়ের বিষয়ে কৌতুহল বজায় রয়েছে৷ মনকেড়া গ্রামের ২০ বছরের যুবক রজত চাহার স্নাতকের ছাত্র৷ রজতকে সাপে কাটার চর্চা আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছে৷ পরিবার তাঁর শুশ্রুষা চালিয়ে যাচ্ছে৷ স্বাস্থ্যের দিক থেকে সেরে গেলেও ভয় এখনও তাঁর মনে বসে রয়েছে৷ খবর অনুযায়ি সাপ বাঁ পায়ে বারবার ছোবল মারে৷
advertisement
advertisement
এই ঘটনা ঘটে ৬ সেপ্টেম্বর যখন রাত ৯ টা-র সময় ঘরের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন৷ সেই সময়েই তাঁর বাঁ পায়ে সাপে ছোবল মারে৷  রজত চিল্লায়ার দিকে সাপটি ছুটছিল৷ এরপরে রজত দেশি পদ্ধতিতে চিকিৎসা করা হয়৷ এরপর তাঁকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে জানানো হয় ওই যুবকের গায়ে এই মুহূর্তে সাপে কাটার কোনও লক্ষণ নেই৷ এরপর ডাক্তররা নজরদারিতে রাখার পর তাঁকে ৪ ঘণ্টা বাদে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷
advertisement
এরপর ১১ সেপ্টেম্বর ঘরের ভেতরে ফের তাকে সাপ ছোবল মারে৷ তারপর ১৩ সেপ্টেম্বর টয়লেটে ফের একবার কামড়ায়, এই মুহূর্তে যুবকটির চিকিৎসা করানো হচ্ছে৷ এতেই শেষ ছিল না ১৪ সেপ্টেম্বর ফের জুতো পরার জায়গায় আবার তাকে সাপে কামড়ে দেয়৷  কিন্তু এখনও তার শরীর ঠিক আছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh: একবার নয় দু'বার নয়, পাঁচ বার ছোবল মারল সাপ, তারপর যুবকের যা হল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement