নন্দকুমার এর এন এস সি সি ক্লাবের দুর্গাপূজা প্রথম শ্রেণির পুজো হিসেবে জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বিগত বছরগুলিতে ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জেলায় এই ক্লাবের দুর্গাপুজোর গুরুত্ব অনেকটাই। এদিন খুঁটি পূজার মাধ্যমে ওই ক্লাব দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে। এই খুঁটিপুজো ধারণা এসেছে শত বছরের পুরানো রীতি থেকে। আগে পুজো মানে বনেদি বাড়ির পুজো। রথযাত্রার দিন থেকে বিভিন্ন ঠাকুরবাড়ির দালানগুলিতে প্রতিমার কাঠামো পূজার মধ্য দিয়ে শুরু হত দূর্গা পূজার প্রস্তুতি। বর্তমানে বড় বড় ক্লাবগুলিতে দুর্গাপূজা শুরু হয় খুঁটি পূজার দিন থেকে।
advertisement
আরও পড়ুন: নেশা করে বাইক চালাতে গিয়েই বিপত্তি! সব শেষ মুহূর্তে! জানুন
এ বছরের এই ক্লাবের পুজো ৯ বছরে পদার্পণ করল। এ বছরের তাদের থিম রয়েছে ‘হে দোলা’। পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। পুজো মণ্ডপের থিম ফুটে উঠবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার শিল্প ভাবনায়। দুর্গাপূজার পাশাপাশি সারা বছরই নানান সামাজিক কাজকর্ম যুক্ত থাকে এই ক্লাবটি। এদিনের খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক, নন্দকুমারের বিডিও এবং নন্দকুমার থানার ওসি সহ শিল্পী গৌরাঙ্গ পূজা এবং ক্লাবের সদস্যরা। পুজোর সহ সম্পাদক জানান এই খুঁটি পূজার মাধ্যমে তাদের এবারের দুর্গা উৎসবের বোধন শুরু হল। কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায় এখন বড় বাজেটের পুজোর চমক। ‘হে দোলা’ থিমের মাধ্যমে নন্দকুমার তথা জেলার মানুষকে চমক দিতে প্রস্তুতি শুরু করল নন্দকুমারের এন এস সি সি ক্লাব।
Saikat Shee