শিল্পী তনুজ বেরার হাতে থিম সেজে উঠছে আনতে চলেছে এগরা ১ নম্বর ওয়ার্ড উৎসব কমিটির দুর্গাপুজোর মণ্ডপ। ৯ বছরে তাদের ভাবনা ‘বাংলার ঐতিহ্য’। বাংলা সংস্কৃতির হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পকে তুলে ধরা হবে এই থিমের মাধ্যমে। থিম তৈরি হচ্ছে মাদুর, তাঁত, পাটের দড়ি, তালপাতা দিয়ে। থাকছে থিমের সঙ্গে মানানসই প্রতিমা আর নয়নভিনা আলোকসজ্জা।
advertisement
আরও পড়ুন- এক টাকাও খরচ করতে হবে না, বিনামূল্যেই সারবে ‘ডায়াবেটিস’! শুধু চিবিয়ে খান ‘এই’ পাতা
আরও পড়ুন-মেদ নিয়ে চিন্তা? উচ্চতা অনুযায়ী কত ওজন থাকা উচিত? না জানলে অজান্তেই স্থূলতার শিকার হবেন
এগরা ১ নম্বর ওয়ার্ড উৎসব কমিটির এবছর পুজোর বাজেট ৯ লক্ষ টাকা। শুধু পুজো নয় ষষ্ঠী থেকে দশমী পুজোর কয়েকটা দিন মানবসেবায় ব্রতী হবেন পুজো উদ্যোক্তারা। থাকছে বস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, নানা বিষয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্তমান সময়ে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জেলায় জেলায় দুর্গাপূজায় এখন থিমের লড়াই। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর আগে তারই ব্যস্ততা শুরু হয়েছে মণ্ডপ গুলিতে। বিগত কয়েক বছর এই পুজো কমিটি ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার। পুজো উদ্যোক্তারা মনে করছেন অন্যান্য বছরগুলির মতো এ বছরও তারা দর্শনার্থীদের নজর কাড়বে। যে জেলার সেরা স্থান অধিকার করবে। থিম ভাবনায় বাংলার ঐতিহ্য এগরা শহরবাসীর পাশাপাশি জেলার মানুষকে এই দুর্গাপুজো আকর্ষিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
Saikat Shee