১৬ তারিখ বৃহৎ আকৃতির কই ভেটকি মাছ ঘিরে পর্যটক ও স্থানীয় মৎসজীবীদের হুড়োহুড়ি পড়ে ছবি তোলায়। তারই দুদিনের ব্যবধানে ২০০ কেজি ওজনের হাঙর মাছ উঠল দিঘা মোহনায়।
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের এমএমবি কাঁটায় ২০০ কেজি ওজনের বিশালাকার হাঙর মাছ বিক্রির জন্য আসে এদিন। এই বিশাল আকৃতি হাঙর মাছের খবর ছড়িয়ে পড়তেই দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় মৎস্যজীবী ও দিঘায় আগত পর্যটকদের মধ্যে।
advertisement
বিশালাকার এই মাছ দেখার জন্য ভিড়ও জমে যায় ব্যবসায়ীদের মধ্যে। দীর্ঘক্ষণ দরদামের পর অবশেষে নিলামে মাত্র ২৯ হাজার টাকায় কলকাতার একটি মৎস্য কোম্পানি কিনে নেয় মাছটি। মৎস্যজীবীরা জানান, গভীর সমুদ্রে এই মাছ পাওয়া যায়।
আরও পড়ুন, ওড়িশার নিম্নচাপের চোখ রাঙানি ভ্যানিশ, দিঘায় দারুণ ওয়েদার
আরও পড়ুন, সাত সকালে হাঁ হয়ে গেল দিঘা পর্যটকেরা, দৈত্যাকার ওটা কী! সামনে আসতেই দেখা গেল...
চলতি বছর মাছ ধরার মরশুমে দু একটা বড় মাছ উঠলেও এত বড় মাছ এই ফেব্রুয়ারি মাসের সময় বিরল। দুদিনের ব্যবধানে পরপর দিঘায় বৃহৎ আকৃতির পর্যটকেরাও দারুণ খুশি। অনেকেই জানিয়েছেন, এত বড় বিরল প্রজাতির বিশালাকার হাঙর মাছ আগে কেউ দেখেননি। কেউ কেউ মাছের সঙ্গে সেলফি তোলে।
সৈকত শ্রী