আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া যায় দিঘার শেষ ২৪ ঘণ্টায় ওয়েদার আপডেট অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। ২০ ফেব্রুয়ারি সোমবার দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি বেশি।
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৬ শতাংশ। হলদিয়াতেও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। হলদিয়া জুড়েও বসন্তের হাওয়া।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। শেষ ২৪ ঘণ্টায় দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া ব্যাপক পরিবর্তন। জেলা সর্বত্রই বসন্ত বিরাজ করছে। হাওয়া অফিস সূত্রে খবর জেলা জুড়ে তাপমাত্রা বাড়বে। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। Input- Saikat Shee