TRENDING:

Digha: দিঘায় গিয়ে চুটিয়ে মাছ খাবেন ভাবছেন? জানেন তো নতুন নিয়ম! কড়া সতর্কতা!

Last Updated:

Digha: নানা রকম মাছ খেতে কে না চায়? যদি দিঘা হয় তবে তো কথাই নেই। কিন্তু জানেন কী এই নয়া নিয়ম! বেড়াতে যাওয়ার আগে সতর্ক হন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। দিঘায় এসে পর্যটকেরা হানা দেয় বিভিন্ন সি-ফুডের স্টল গুলিতে। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ থেকে চিংড়ি অক্টোপাস কাঁকড়া তৃপ্তির আস্বাদন গ্রহণ করেন পর্যটকেরা। কিন্তু পর্যটকরা জানেন না এই সি-ফুডের স্টল গুলির খাওয়া-দাওয়া কতটা হাইজেনিক বা স্বাস্থ্যকর। আবার অনেক সময় দেখা যায় দিঘায় এসে কাঁকড়া বা সামুদ্রিক চিংড়ি খেয়ে পর্যটকেরা অসুস্থ হয়ে মারা পর্যন্ত গেছেন।
advertisement

পর্যটকদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে খাদ্য সুরক্ষা দফতর একাধিকবার দিঘার বিভিন্ন খাবার স্টল ও সি-ফুডের দোকানগুলিতে হানা দিয়েছে। একাধিকবার খাদ্য সুরক্ষা দফতর  বিভিন্ন নির্দেশিকা জারি করেছে। এবার সমুদ্র সৈকতে সাজানো স্টলে নানা ধরনের মাছ ভাজা থেকে কাঁকড়া ভাজায় রসনা তৃপ্তি সিংহভাগ পর্যটকের। লোভনীয় সি-ফুড কতটা স্বাস্থ্যকর তারই এবার পরীক্ষা!

advertisement

শীত, গ্রীষ্ম, বর্ষা সব মরশুমে দিঘা বাঙালি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। একদিনের ট্রিপ হোক সপ্তাহ শেষে ঝটিতি সফর, প্রথম পছন্দের তালিকায় দিঘা। বিশেষত, ডিসেম্বর - জানুয়ারি মাসে রাজ্যের অন্যতম পর্যটক কেন্দ্র দিঘায় উপচে পড়া পর্যটকদের ভিড়। শীতের হিমেল হাওয়া সমুদ্র সৈকতে চা-কফির পাশাপাশি বিভিন্ন ধরনের সি ফুডেই রসনা তৃপ্তি ঢেকুর তোলেন পর্যটকেরা। সমুদ্রের পাড়ের স্টলের খাবার কতটা সুরক্ষিত তাই পরীক্ষা শুরু করেছে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। দিঘায় ঘুরতে আসা মানুষের সিংহভাগ ভিড় জমান সমুদ্রের পাড়ের স্টলগুলিতে। বিভিন্ন সামুদ্রিক মাছ ভাজার দোকান গুলি থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, অক্টোপাস চিংড়ি ও কাঁকড়া ভাজা পাতে ও পেটে পড়ে অনেক কিছুই। ভিড়ের মাঝে খাবারের গুণগত মান কতটা রক্ষা হচ্ছে তাতেই নজরদারি শুরু করেছেন ফুড সেফটি অফিসাররা।

advertisement

আরও পড়ুন: ক্যান্সার থেকে স্ট্রেস! নানা রোগের মুক্তি এই সবজিতে! শীতকালে চুটিয়ে খান!

View More

এদিন দিঘার সমুদ্রের স্টলে স্টলে অভিযান চালান হয়। ফুড সেফটি আধিকারিক রনিতা সরকার সহ অন্যান্যরা। সি ফুডের দোকানদারদের বলা হয়েছে চিংড়ি কাকড়া সহ সামুদ্রিক মাছ পর্যটকদের দেওয়ার আগে জেনে নিতে হবে তাদের এলার্জি সংক্রান্ত সমস্যা রয়েছে কিনা। এছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণে কি কি কেমিক্যাল দেওয়া হচ্ছে তাও দোকানের সামনে বোর্ডে লিখে রাখতে হবে। নিয়ম মানা না হলে জরিমানা ও দোকানের লাইসেন্স বাতিল হবে বলে জানান ফুড সেফটি অফিসারেরা। শীত মরশুমে দিঘায় আসা পর্যটকদের স্বাস্থ্যসম্মত খাবার তুলে দিতে এই উদ্যোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha: দিঘায় গিয়ে চুটিয়ে মাছ খাবেন ভাবছেন? জানেন তো নতুন নিয়ম! কড়া সতর্কতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল