প্রসঙ্গত ডেঙ্গি রোধে পৌর এলাকায় বাড়ি গিয়ে কাজ করছে সাফাই কর্মীসহ পৌরসভার কর্মীরা। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি রোধে সাফাই বা সচেতনতার কাজ করতে গিয়ে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে পৌর কর্মচারীদের। বাড়ি বাড়ি গিয়ে জমা জল ও জঞ্জাল সাফাই কীটনাশক স্প্রে করার কাজের সময় বাধা দিচ্ছে সাধারণ মানুষেরা। অপরিচিত হিসাবে এলাকায় ডেঙ্গি রোধ অভিযানে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে পৌর কর্মচারীরা। ফলে পৌর এলাকায় ডেঙ্গি অভিযান জারি রাখতে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় সাফাই কর্মী, স্বাস্থ্য কর্মী সহ প্রায় ৩৫০ জনের হাতে হলুদ ও সবুজ রংয়ের বিশেষ পোশাক তুলে দেন
advertisement
আরও পড়ুন: সহজ পদ্ধতিতে বাড়ি থেকে তাড়ান টিকটিকি! রান্না-ঘরের মশলা দিয়েই হবে ম্যাজিক! জানুন
পোশাক প্রদানের পর তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় জানান, পৌর কর্মীদের ডেঙ্গি সচেতনতার কাজের সুবিধার্থে এই ধরনের পোশাক প্রদান করা হয়। অনেক সময় পৌর কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করতে গেলে ভীষণ সমস্যার মুখে পড়তে হয়। তারা যাতে সমস্যায় না পড়ে। সুন্দর ভাবে কাজ করতে পারে, সাধারণ মানুষ যাতে তাদের চিনতে পারে তার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। পৌর এলাকায় এখনও পর্যন্ত সেই ভাবে আক্রান্তের সংখ্যা না থাকলেও এক পরিযায়ী শ্রমিক আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। পৌরবাসী যাতে সুস্থ থাকে তার জন্য তাম্রলিপ্ত পুরসভার পক্ষ থেকে ব্লিচিং ছড়ানো, স্প্রে করা, ধোঁয়া দেওয়া ও গাপ্পি মাছ ছাড়ার কাজ জারি রয়েছে। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপূজা, আর দুর্গাপূজার আগে পৌর এলাকাকে ডেঙ্গি মুক্ত রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করল তাম্রলিপ্ত পৌরসভা
Saikat Shee