রাজ্য মৎস্য দফতরের পক্ষ থেকে ২০০৭ সাল থেকে জেলার বিভিন্ন ফিশারিগুলিতে ধাপে ধাপে কয়েকশো অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। তাঁদের ডেলি ওয়েজের ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। সেই কর্মীরাই শুক্রবার বিক্ষোভ দেখেন। তাঁদের দাবি, গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনকি আর কাজ থাকবে না বলে দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মৎস্য দফতরের আধিকারিকের কাছে তাঁরা ডেপুটেশনও দেন।
advertisement
আরও পড়ুন: আহারীয়ানা ঘিরে আগামী কটাদিন মেতে থাকবে চুঁচুড়া, এটা কী জানেন?
এতদিন কাজ করার পর হঠাৎ কর্মহীন হয়ে পড়লে তাঁদের সংসার চলবে না বলে ওই কর্মীরা জানান। বাড়িতে স্ত্রী-সন্তান থাকার কথা জানিয়ে তাঁরা মৎস্য দফতরের সহানুভূতি প্রার্থনা করেন। এদিকে শুক্রবারের বিক্ষোভে পুরুষ কর্মীদের পাশাপাশি অস্থায়ী মহিলা কর্মীরাও যোগ দিয়েছিলেন। এই বিক্ষোভের বিষয়ে মৎস্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি নিয়ে দফতর চিন্তাভাবনা করছে।
সৈকত শী