লিস্ট দেওয়া তথ্য মিলিয়ে দেখার পাশাপাশি প্ল্যান অনুযায়ী সব কাজ ঠিকঠাক হয়েছে কিনা তাও খতিয়ে দেখেন। আজ পটাশপুর দু'নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতে এলাকা পরিদর্শন করেন তাঁরা। প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রাপক উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন। প্রসঙ্গত আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়ান চলছিল।
advertisement
আরও পড়ুনঃ বন্ধ্যা রূপনারায়ণ! মিলছে না ইলিশ সহ অন্যান্য মাছ
এছাড়াও প্রতিনিধি দল এনআরজিএস প্রকল্পে কাজ হওয়া এলাকা ঘুরে দেখেন। মাটিকাটা, পুকুর খনন প্রভৃতি কাজ তাঁরা সরোজমিনে তদন্ত করেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গ দেন ব্লক প্রশাসন আধিকারিক ও পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক। প্রসঙ্গত চলতি বছরের জুলাই মাসেও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক ব্লক এলাকা পরিদর্শন করেন।
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল সরকারি জায়গায় থাকা অবৈধ নির্মাণ
রাজ্যে সিবিআই ইডির হানার পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের তদন্তে খুশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দারা। পটাশপুর ২ ব্লকের মথুরা গ্রামের এক বাসিন্দা জানান, 'কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিভিন্ন প্রকল্পের কাজ কর্মের পরিদর্শনে ওইসব প্রকল্প রুপায়নে যেমন গতি আসবে, তেমনই দুর্নীতিও কমবে।
Saikat Shee