TRENDING:

Purba Medinipur News: একাধিক দাবি নিয়ে বিক্ষোভে জেলার পান চাষীরা

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি নির্ভর করে চাষবাসের ওপর। পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য চাষের পাশাপাশি প্রায় প্রতিটি ব্লকে ব্যাপক হারে পান চাষ হয়। ফলে এই জেলার বহু মানুষ পান চাষের সঙ্গে যুক্ত। কিন্তু পান চাষে খরচ বেড়ে যায় গিয়েছে কিন্তু তুলনামূলক পানের দাম বাড়েনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি নির্ভর করে চাষবাসের ওপর। পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য চাষের পাশাপাশি প্রায় প্রতিটি ব্লকে ব্যাপক হারে পান চাষ হয়। ফলে এই জেলার বহু মানুষ পান চাষের সঙ্গে যুক্ত। কিন্তু পান চাষে খরচ বেড়ে যায় গিয়েছে কিন্তু তুলনামূলক পানের দাম বাড়েনি। চাষ করে লাভের মুখ দেখছে না পান চাষীরা। একাধিক দাবি নিয়ে বিক্ষোভ সামিল হল পান চাষীরা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বাজারের পান আড়তে গিয়ে বিক্ষোভ দেখান চাষীরা।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার মেচাদা, রাম তারক, কাকটিয়া তমলুক, নিমতৌড়ি সহ একাধিক এলাকার পান আড়তে বিক্ষোভ সামিল হওয়ায় পান চাষী সংগঠন এর সদস্যরা। পান চাষিদের অভিযোগ, পান আড়তে চাষিদের গুছিতে অতিরিক্ত পান দিতে হয়। যেখানে গুছি হিসাব করা হয় ৫০ টিতে একটি গুছি। সেখানে কিছু চাষিদের ২০০ থেকে ২৫০ পান একগুছি ধরে বিক্রি করতে বাধ্য করা হয়। এর ফলে চাষিদের চরম ক্ষতির শিকার হচ্ছেন বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ পান চাষি সুরক্ষা কমিটি তৈরী করে এর বিরুদ্ধে এদিন থেকে আন্দোলনে নামে।

advertisement

আরও পড়ুনঃ গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

তাদের দাবী মিঠা পান গুছিতে ১০০ এবং বাংলা পান গুছিতে ৬০ টির বেশী নেওয়া যাবে না। মূলত বর্তমান দুর্মূল্য বাজারে কীটনাশকের দাম ও আন্যান্য জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ার কারনে ক্ষতির শিকার হচ্ছেন রাজ্য সহ জেলার পান চাষিরা। আর এই আন্দোলনে জেলার বিভিন্ন জায়গার বাজারে পান আড়তদার ও পান চাষিদের মধ্যে একপ্রস্থ বিক্ষোভ হয়। পানচাষিদের এই দাবী না মানলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ পান চাষি সুরক্ষা কমিটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: একাধিক দাবি নিয়ে বিক্ষোভে জেলার পান চাষীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল