শনিবার সকালে মহিষাদল থানায় মজুত থাকা নিষিদ্ধ শব্দবাজি মহিষাদল রাজবাড়ির ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয়। গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মহিষাদল থানা বহু বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত করে। এই কারবারের সঙ্গে জড়িতদের আটক করে পুলিশ। কয়েক মাস যাবত সেই নিষিদ্ধ বাজিগুলি মহিষাদল থানার গুদাম ঘরেই জড়ো হয়েছিল।
আরও পড়ুন: স্কুলছুট শ্যামল আজ সকলের 'স্যার', পেপার বিক্রি করেও ভুলতে পারেননি মাঠকে
advertisement
সরকারি নিয়ম মেনেই নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের বাজেয়াপ্ত শব্দবাজি নিষ্ক্রিয় করতে হয়। তাই শনিবার ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করে সিআইডি-র প্রতিনিধিদল সহ মহিষাদল থানার পুলিশ। প্রসঙ্গত ২০২২ সালের ডিসেম্বর মাসের শুরুর দিকে পাঁশকুড়া থানার গুদামে মজুত থাকা শব্দবাজিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় মারা যান পাঁশকুড়া থানার এক সিভিক ভলেন্টিয়ার। তারপর থেকেই পাঁশকুড়া থানা সহ জেলার প্রতিটি থানায় জমা থাকা নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির সরঞ্জাম নিষ্ক্রিয় করার কাজ শুরু করে সরকারি নিয়ম অনুসারে।
মহিষাদল থানার পক্ষ থেকে বাজেয়াপ্ত থাকা শব্দবাজি নিষ্ক্রিয় করার কাজ হয়। এই প্রসঙ্গে মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয়কুমার চন্দ্র জানান, সরকারি নিয়ম মেনেই থানা এলাকা থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হয়। বেশ কয়েক বস্তা নিষিদ্ধ শব্দবাজির নিস্ক্রিয় করা হয়েছে। যাতে এলাকার মানুষের সমস্যা না হয় তার জন্য মহিষাদল রাজবাড়ির ফাঁকা মাঠে নিষিদ্ধ শব্দবাজি নিস্ক্রিয় করা হয়।
সৈকত শী