পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছাদাতে রয়েছে ইস্কন মন্দির। নিয়ম ও তিথি অনুযায়ী এদিন ইস্কন মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নান যাত্রা সম্পন্ন হয়। এই দিন সকাল থেকেই পুজো পাঠের মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন করা হয়। স্নান যাত্রা উপলক্ষে মেচেদার ইস্কন মন্দিরে ভক্তদের ঢল নামে। মন্দিরের পুরোহিতের পাশাপাশি, ভক্তরাও দুধ ফলের রস মধু মিশ্রিত জল ঢেলে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করায়।
advertisement
নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর জগন্নাথ দেব বেদী ছেড়ে অন্তরালে যান। জগন্নাথ দেব অন্তরালে গেলেও, প্রতিদিন পুজোপাঠ সন্ধ্যা আরতি সবই হয়। মন্দিরের সেবক জানান নিয়ম মেনে পুজো পাঠের মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রক্রিয়া শেষ করা হয়। তারপর জগন্নাথ দেব বেদী ছেড়ে অন্তরালে যান। রথের দিন আবার পূজা পাঠের মধ্যমে বেদীতে ফিরে আসেন। বেদীতে বিশেষ পূজা পাঠের পরজগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা রথে চড়ে বসেন মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই প্রাচীন রীতিনীতি মেনেই জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন হয়।'
Saikat Shee