এই স্পোর্টস মিটে পুলিশকর্মী এবং তাঁদের পরিবারের জন্য বেশ কয়েকটি প্রতিযোগিতা রাখা হয়েছে। পুরুষ ও মহিলা পুলিশ কর্মীদের জন্য পৃথকভাবে ৪০০ মিটার ও ১০০ মিটার দৌড়ের ইভেন্ট আছে। এছাড়াও অন্যান্য খেলার প্রতিযোগিতা রয়েছে।
আরও পড়ুন: কৃষকের কাজ করবে ড্রোন! উত্তরবঙ্গে ডেমো দেখে খুশি চাষিরা
করোনার কারণে পরপর দু'বছর সেভাবে জেলা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট আয়োজন করা হয়নি। এবার নতুন উদ্যমে তা শুরু হয়েছে। তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক কার্যালয়ের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নতুন পুলিশ লাইনের মাঠে এই অ্যানুয়াল স্পোর্টস মিট শুরু হয়েছে। শুধু দৌড় নয়, সেখানে ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতাও আয়োজিত হবে। এই অ্যানুয়াল স্পোর্টস মিট জেলা পুলিশ মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এমনিতেও পুলিশকর্মীরা সারা বছর এই দুটো দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ এই স্পোর্টস মিটেই ঊর্ধ্বতন অফিসার এবং সাধারণ কনস্টেবল সবাই সমান থাকে। সকলকেই মাঠে নেমে যোগ্যতার প্রমাণ দিতে হয়। সব মিলিয়ে আনন্দের মেজাজেই পালিত হচ্ছে এই অ্যানুয়াল স্পোর্টস মিট।
advertisement
সৈকত শী