আরও পড়ুন - গণবিবাহের মাধ্যমে চারজন অনাথ কন্যার বিয়ে দিল কাঁথি শহরের বাসিন্দারা
পৌরসভার প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে একাধিক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে, তার মধ্যে অন্যতম হল ষান্মাসিক পত্রিকা শতভিসা তৈরীর উদ্যোগ, পাশাপাশি দীঘা ও পুরীতে হলিডে হোম বানানোর উদ্যোগ। শতাধিক বছরের পুরনো মন্দির, মসজিদ,গির্জা কে হেরিটেজ স্বীকৃতি দিতে হেরিটেজ কমিশন এর কাছে আবেদন জানানো হবে। সর্বোপরি পাঁশকুড়া পৌরসভার নিজস্ব ফ্ল্যাগ তৈরি করা হবে।
advertisement
এদিন পৌরসভার পার্কে গাছ লাগান পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। অনুষ্ঠানের শেষে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জানান, 'পাঁশকুড়া বাসীর কাছে এটা গর্বের বিষয় যে পৌরসভা ২১ তম বর্ষে পড়ল। পাঁশকুড়া পৌরসভার পৌর নাগরিকদের মানোন্নয়নের নিরন্তর চেষ্টা চলছে। আগামী দিনেও সেই কাজ অব্যাহত থাকবে। পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলরদের দাবি মেনে দিঘা ও পুরীতে হলিডে হোম তৈরীর কাজ শুরু হবে।'
Saikat Shee