Purba Medinipur: গণবিবাহের মাধ্যমে চারজন অনাথ কন্যার বিয়ে দিল কাঁথি শহরের বাসিন্দারা

Last Updated:

চারজন অনাথ কন্যা খুঁজে পেল নিজেদের ঘর, পরিচয়। সৌজন্যে কাঁথির ক্লাব, সংস্থা ও শহরের বাসিন্দারা। রীতিমতো মন্ত্র উচ্চারণ বিয়ের রীতি মেনে বিয়ে হল ওই চার কন্যার।

+
চারজন

চারজন বিয়ের কনে

পূর্ব মেদিনীপুর: চারজন অনাথ কন্যা খুঁজে পেল নিজেদের ঘর, পরিচয়। সৌজন্যে কাঁথির ক্লাব, সংস্থা ও শহরের বাসিন্দারা। রীতিমতো মন্ত্র উচ্চারণ বিয়ের রীতি মেনে বিয়ে হল ওই চার কন্যার। কাঁথি শহরে এই বিয়ের আসরে আমন্ত্রিতদের জন্য ভুরিভোজের ব্যবস্থাও করা হয়। সাংবাদিক সংগঠন ও কাঁথির ক্লাবের উদ্যোগে গণ বিবাহ আয়োজিত হয় কাঁথিতে। লায়ন্স ক্লাব পরিচালনা করে এই অনুষ্ঠান। ২০০৬ সাল থেকে সমাজের দুস্থ, পিছিয়ে পড়া পরিবার থেকে আসা কন্যা ও অনাথ কন্যাদের বিয়ের উপযুক্ত বয়সে সামাজিক বন্ধনে আবদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে। সেইমতো ৮ জুন বুধবার রাত্রে কাঁথি শহরে একটি গণবিবাহের আয়োজন করে ক্লাব সংস্থা ও প্রেস কর্নার।
এই গণবিবাহের আসরে চারজন অনাথ কন্যার বিবাহ দেয় ক্লাব ও সংস্থার সদস্যরা। বীরভূম জেলার সিউড়ির দুজন এবং তমলুকের দুজন মিলিয়ে মোট চারজন অনাথ কন্যার বিবাহ সম্পন্ন হয় এদিন। সম্পূর্ণ হিন্দু শাস্ত্র মতে রীতিনীতি মেনেই এই চার জোড়া যুবক যুবতীর বিবাহ সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে দীঘায় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান
নব সংসারে সাংসারিক সামগ্রী সহ প্রতিভোজের পর সম্পন্ন হয় এদিনের শুভ অনুষ্ঠান। নব দম্পতিদের উপহার দেওয়া হয় আলমিরা, সম্পূর্ণ বিছানা সামগ্রী, সাইকেল, চেয়ার, বাসন, সহ বর কনের পোশাক, সোনার পলা, লকেট সহ হার, কানের দুল, নাকচাবি, রুপোর হার, তোড়া, হাঙ্গর এবং নব দম্পতিদের জন্য প্রসাধনী সামগ্রী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হলদিয়া মহকুমার চারটি থানায় লেবার হেল্প ডেস্ক চালু
এদিনের দম্পতিরা হলেন যথাক্রমে দীপঙ্কর ও নিবেদিতা, শঙ্কর ও রুমকি, কিরণ ও অঙ্কিতা, সুমিত ও রূপালী।
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: গণবিবাহের মাধ্যমে চারজন অনাথ কন্যার বিয়ে দিল কাঁথি শহরের বাসিন্দারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement