TRENDING:

Purba Medinipur News: হলদিয়া শিল্পাঞ্চল শহরের দূষণ রোধে তৎপর প্রশাসন

Last Updated:

শিল্পাঞ্চল শহরের মূল সমস্যা দূষণ! কলকারখানার বর্জ্য একদিকে যেমন নদী ও খালিল দূষিত করে তেমনি কলকারখানা ধোঁয়া থেকে দূষিত হয় শিল্পাঞ্চল শহরের বাতাস। আর বায়ু দূষণের শিকার হয় শিল্পাঞ্চল শহরের মানুষজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হলদিয়া : শিল্পাঞ্চল শহরের মূল সমস্যা দূষণ! কলকারখানার বর্জ্য একদিকে যেমন নদী ও খালিল দূষিত করে তেমনি কলকারখানা ধোঁয়া থেকে দূষিত হয় শিল্পাঞ্চল শহরের বাতাস। আর বায়ু দূষণের শিকার হয় শিল্পাঞ্চল শহরের মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় বায়ু দূষণের মাত্রা বেশি। হলদিয়া পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে শিল্পাঞ্চল শহরের বাতাসকে দূষণমুক্ত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement

শিল্পাঞ্চল শহরের রাস্তায় রাস্তায় বসেছে এয়ার পিউরিফাই মেশিন। পলিউশন ডিটেক্ট যন্ত্র। এবার শহরের বাতাসকে সুস্থ রাখতে জল সিঞ্চন পদ্ধতি। হলদিয়া ইকো পার্কে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিঞ্চন পদ্ধতির উদ্বোধনে করলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। হলদিয়ার পরিবেশ দূষণ কমাতে এক ধাপ এগুলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শিল্পশহর হলদিয়ায় বাতাসে ধূলিকণা পরিপূর্ণ হয়েছে। বাতাসের ধূলিকণা কমাতে শিল্পাঞ্চল শহরের রাস্তাঘাটের জল স্প্রে করা বা সিঞ্চন পদ্ধতি অবলম্বন করলো হলদিয়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

advertisement

আরও পড়ুনঃ দুর্ঘটনা এড়াতে রোড সেফটি ডিভাইস তৈরি করলেন পাঁশকুড়ার এক সোনা দোকানদার

বিশেষত শীতকালে শিল্পাঞ্চল শহরগুলিতে বাতাসে দূষণের মাত্রা বাড়ে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে দূষণ নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর। সারা বাংলা জুড়ে দূষণ নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া চলছে। বিশেষ করে রাজ্যের ৬ টি শহর বাতাসে দূষণ নিয়ন্ত্রণের জন্য এই জল সিঞ্চন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। যার মধ্যে রয়েছে হলদিয়া শিল্পাঞ্চল শহর। যেসব শিল্প প্রতিষ্ঠান পরিবেশের দূষণ বাড়াচ্ছে তাদের শোকজ করার মত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুনঃ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পঠন পাঠন চালু

ইকো পার্কে অনুষ্ঠানের মাধ্যমে হলদিয়া পৌরসভা এলাকাতে সিঞ্চন পদ্ধতিতে পরিবেশের দূষণ কমাতে উদ্যোগ নেওয়া শুরু হল। হলদিয়া শিল্পাঞ্চল শহরে প্রতিটি রাস্তায় চলবে জল সিঞ্চন গাড়ি। এছাড়াও হলদিয়ার বেশ কিছু গ্রামীণ রাস্তায় এই জল সিঞ্চন পদ্ধতি চলবে বলে জানা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: হলদিয়া শিল্পাঞ্চল শহরের দূষণ রোধে তৎপর প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল