২০২৩ সালের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞানে মৌলিক গবেষণা ও অবদানের জন্য দেশজুড়ে বেশ কিছু গবেষককে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের চারজন এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। যার মধ্যে রয়েছেন তমলুকের দেবব্রত মাইতি। ছোটবেলায় থেকে মেধাবী দেবব্রত, তমলুক ব্লকের গ্রামের স্কুল শ্রীরামপুর এগ্রিকালচার হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। তারপর বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে রসায়নে স্নাতক করেন। বোম্বে আইআইটি থেকে রসায়নে স্নাতকোত্তর পাশ করার পর, আমেরিকার জন হপকিংস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। দেশে ফিরে বোম্বে আই টি আই টি -তেই তিনি অধ্যাপনা কাজের সঙ্গে যুক্ত।
advertisement
আরও পড়ুন: সুস্থ হতেই প্রেমিকাকে নিয়ে কোথায় গেলেন রুবেল? নেটপাড়ায় একেবারে হইহই কাণ্ড
বোম্বে আইআইটি -তেই তিনি অধ্যাপনার পাশাপাশি গবেষণার সঙ্গে যুক্ত। তাঁর গবেষণার বিষয় কার্বন ও হাইড্রোজেন পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে গড়ে তোলে জৈবিক অণুর প্রাথমিক গঠন।
তাঁর আবিষ্কারের জন্যই এ বছর শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী দেবব্রত প্রত্যন্ত গ্রাম থেকে মেধার জোরে বর্তমানে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু তারপরও তিনি ভোলেননি তাঁর শিকড়কে। তাই সময় পেলেই গ্রামের বাড়িতে আসেন তিনি। এমনকি গ্রামের পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাও দেন। অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি দেবব্রত ভালোবাসেন গান শুনতে। দেবব্রতের এই সাফল্যে খুশি তাঁর পরিবার, প্রাক্তন স্কুলের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি গ্রামের মানুষজন।
সৈকত শী