TRENDING:

Purba Medinipur News: রাস্তায় চাঁদার জুলুম! গাড়ি চালকদের মারধরের অভি‌যোগ

Last Updated:

রাস্তায় বেরিয়ে আবারও চাঁদার জুলুম মত চাঁদা না মেলায় গাড়িচালককে মারধরের অভিযোগের ঘটনা ঘটল তমলুক থানার নিকাশি বাজার এলাকায়। গাড়ি চালকদের অভিযোগ শ্রীরামপুর মেচেদা রাজ্য সড়কের ওপর কালীপুজোর চাঁদা তুলছিল মিরিকপুরের একটি ক্লাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক : রাস্তায় বেরিয়ে আবারও চাঁদার জুলুম মত চাঁদা না মেলায় গাড়িচালককে মারধরের অভিযোগের ঘটনা ঘটল তমলুক থানার নিকাশি বাজার এলাকায়। গাড়ি চালকদের অভিযোগ শ্রীরামপুর মেচেদা রাজ্য সড়কের ওপর কালীপুজোর চাঁদা তুলছিল মিরিকপুরের একটি ক্লাব। আর সেই চাঁদা তোলাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। আর বছর থেকেই গাড়িচালক ও গাড়িতে থাকা লোকজনদের মারধরের অভিযোগ করল সংশ্লিষ্ট ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলায় জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, রাজ্য সড়ক থেকে গ্রামীণ রাস্তা কোথাও চাঁদার জুলুমে ছাড় নেই গাড়িচালক ও বাইক আরোহীদের।
advertisement

গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে চাঁদার জুলুমে কার্যত নাভিশ্বাস উঠেছে। সম্প্রতি দাবি মত চাঁদা না দেওয়ায় গাড়ি চালককে মারধর পর্যন্ত করা হয়েছে, শ্রীরামপুর মেচেদা রাজ্য সড়কে। গাড়ি চালকদের অভিযোগ পুজো কমিটির দাবি মতো চাঁদা না দেওয়ায় প্রথমে গাড়ি ভাঙচুর পরে চালকসহ গাড়িতে থাকা লোকজনকে নাম করিয়ে মারধর করেছে সংশ্লিষ্ট পুজো কমিটি এলাকাবাসী। মঙ্গলবার রাত্রি ১১ টার পর ঘটনাটি ঘটে তমলুক থানার অন্তর্গত নিকাশি বাজার এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ উৎসব আবহে পার্ক থেকে লক্ষ্মীলাভ পাঁশকুড়া পৌরসভার

ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। তবে পুলিশ আসার আগেই সংশ্লিষ্ট ক্লাবের লোকজন এলাকা ছেড়ে পালায়। তবে এই রাস্তায় চাঁদার জুলুম আজকের নয়। এর আগেও দুর্গাপূজার সময় তমলুক ব্লকের বাড়বাড়ন্ত এলাকায় সংশ্লিষ্ট দূর্গা পূজা কমিটি চাঁদা তুলছিল চাহিদামতো চাঁদা দেওয়ায় সেবারও চালকদের মারধর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে পুলিশ সচেষ্ট রাস্তায় চাঁদার জুলুমবাজি রুখতে।

advertisement

View More

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: রাস্তায় চাঁদার জুলুম! গাড়ি চালকদের মারধরের অভি‌যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল