গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে চাঁদার জুলুমে কার্যত নাভিশ্বাস উঠেছে। সম্প্রতি দাবি মত চাঁদা না দেওয়ায় গাড়ি চালককে মারধর পর্যন্ত করা হয়েছে, শ্রীরামপুর মেচেদা রাজ্য সড়কে। গাড়ি চালকদের অভিযোগ পুজো কমিটির দাবি মতো চাঁদা না দেওয়ায় প্রথমে গাড়ি ভাঙচুর পরে চালকসহ গাড়িতে থাকা লোকজনকে নাম করিয়ে মারধর করেছে সংশ্লিষ্ট পুজো কমিটি ও এলাকাবাসী। মঙ্গলবার রাত্রি ১১ টার পর ঘটনাটি ঘটে তমলুক থানার অন্তর্গত নিকাশি বাজার এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ উৎসব আবহে পার্ক থেকে লক্ষ্মীলাভ পাঁশকুড়া পৌরসভার
ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। তবে পুলিশ আসার আগেই সংশ্লিষ্ট ক্লাবের লোকজন এলাকা ছেড়ে পালায়। তবে এই রাস্তায় চাঁদার জুলুম আজকের নয়। এর আগেও দুর্গাপূজার সময় তমলুক ব্লকের বাড়বাড়ন্ত এলাকায় সংশ্লিষ্ট দূর্গা পূজা কমিটি চাঁদা তুলছিল চাহিদামতো চাঁদা দেওয়ায় সেবারও চালকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে পুলিশ সচেষ্ট রাস্তায় চাঁদার জুলুমবাজি রুখতে।
Saikat Shee