ছোট ছোট শিশুদের কপালেও দেখা যায় লাল তিলক। আনন্দের মুহূর্তে মা দুর্গার বিদায়বেলার অশ্রুও বরণের সিঁদুরে ঢাকা পড়ে যায় অনেকখানি। তেমনই আবেগঘন সিঁদুর খেলায় মেতে উঠেন শহর বর্ধমানের কালনা গেট দেশ বন্ধু রোডের তরুণ সংঘ ক্লাবের মহিলারাও। তরুণ সংঘ ক্লাবের দুর্গা পুজো এবছর ৭০ তম বর্ষে অতিক্রম করল। এই পুজো মূলত মহিলাদের দ্বারাই পরিচালিত হয়।
advertisement
আরও পড়ুনঃ কোয়েম্বাটুরের আদিযোগী ও বৃন্দাবনের প্রেম মন্দির এবার বর্ধমানে
পুজোর সব কাজ করে থাকেন স্থানীয় মহিলারাই। তবে শেষবেলার আনন্দ থেকে বাদ পড়েননি পুরুষরাও। তাঁদেরকেও দেখা গেল কপালে রাঙা সিঁদুরের তিলক কেটে উমার বরণে অংশ নিতে। একটানা ২ বছরের মহামারী কাটিয়ে ২০২২-এ মানুষের দুর্গাপুজোর উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল এবছর।
আরও পড়ুনঃ ফসলের রোগ নিরাময় নিয়ে প্রশিক্ষণ শিবির কালনায়
ঘরের বাঁধন থেকে মুক্তি পাওয়া বাঙালি একটানা প্রায় দশদিন ধরে ছুটে বেরিয়েছেন এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে, তার ওপর জুড়ে গেছে ইউনেস্কোর হেরিটেজ সম্মান। সেই পুজোকে বিদায় জানানোটা অবশ্যই বিশেষ উদ্দীপনার এবং আবেগের। তাই ২০২২-এর দুর্গাপুজো প্রত্যেক বাঙালির জন্য এক অবিস্মরণীয় উৎসব হয়ে থাকলো।
Malobika Biswas