TRENDING:

HS Result 2022: জানা হল না ফল, স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

Last Updated:

East Bardhaman News: কয়েকজন বন্ধুকে নিয়ে স্থানীয় পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: শুক্রবার অর্থাৎ আজ উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা। আর তার আগে বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে গ্রামের পুকুরে স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাতার থানার বামুনারা পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামে। মৃত ছাত্রের নাম রাজীব সাঁতরা (১৭)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ নাগাদ পাড়ারই কয়েকজন বন্ধুকে নিয়ে আমপুকুর বলে একটি পুকুরে স্নান করতে নামে। পরিবারের লোকেরাই জানিয়েছেন ভালো সাঁতার জানত না রাজীব। এদিন বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে পুকুরের অনেকটাই গভীরে চলে গিয়ে তলিয়ে যায়।
advertisement

আরও পড়ুন HS Result 2022: মিষ্টি নেই, চূড়ান্ত অভাবের সংসারে ছেলেকে জল খাইয়ে আর্শীবাদ মায়ের, HS-এ পঞ্চম সোমনাথ পড়তে চায় ভূগোল

এই মর্মান্তিক দূর্ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন পেশায় রং মিস্ত্রি বাবা তারক সাঁতরা। একমাত্র সন্তান রাজীবের মায়ের অবস্থাও অবর্ণনীয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম যেন ভেঙে পড়ে পুকুরের ধারে। গ্রামের বেশ কিছু লোক জানতে পারার পরেই জলে নেমে খোঁজাখুজিও শুরু করেন। পরে ব্লক ও পুলিশের উদ্যোগে নিয়ে আসা হয় প্রশিক্ষিত ডুবুরি। যদিও সন্ধ্যা পর্যন্ত দেহ উদ্ধার হয়নি বলেই খবর। বিডিও অরুণ বিশ্বাস বলেন, ‘খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। পুকুরে ডুবুরি নামানো হয়েছে রাজীবের খোঁজে। পরিস্থিতির দিকেও আমরা নজর রাখছি।’

advertisement

আরও পড়ুন HS Result 2022: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, সবার আগে রেজাল্ট দেখুন News18Bangla.com-এ

View More

রেজাল্টের আগের দিনই এভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় শোকাহত মৃত রাজীবের গ্রামের লোকজন। ঘটনায় শোকের ছায়া পড়েছে রাজিবের বাড়িতেও। জীবনের এত বড় একটা ধাপ পেরোনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল রাজীব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই শেষ হয়ে গেল রাজীবের সমস্ত স্বপ্ন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
HS Result 2022: জানা হল না ফল, স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল