এই মর্মান্তিক দূর্ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন পেশায় রং মিস্ত্রি বাবা তারক সাঁতরা। একমাত্র সন্তান রাজীবের মায়ের অবস্থাও অবর্ণনীয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম যেন ভেঙে পড়ে পুকুরের ধারে। গ্রামের বেশ কিছু লোক জানতে পারার পরেই জলে নেমে খোঁজাখুজিও শুরু করেন। পরে ব্লক ও পুলিশের উদ্যোগে নিয়ে আসা হয় প্রশিক্ষিত ডুবুরি। যদিও সন্ধ্যা পর্যন্ত দেহ উদ্ধার হয়নি বলেই খবর। বিডিও অরুণ বিশ্বাস বলেন, ‘খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। পুকুরে ডুবুরি নামানো হয়েছে রাজীবের খোঁজে। পরিস্থিতির দিকেও আমরা নজর রাখছি।’
advertisement
আরও পড়ুন HS Result 2022: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, সবার আগে রেজাল্ট দেখুন News18Bangla.com-এ
রেজাল্টের আগের দিনই এভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় শোকাহত মৃত রাজীবের গ্রামের লোকজন। ঘটনায় শোকের ছায়া পড়েছে রাজিবের বাড়িতেও। জীবনের এত বড় একটা ধাপ পেরোনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল রাজীব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই শেষ হয়ে গেল রাজীবের সমস্ত স্বপ্ন।
Malobika Biswas





