HS Result 2022: মিষ্টি নেই, চূড়ান্ত অভাবের সংসারে ছেলেকে জল খাইয়ে আর্শীবাদ মায়ের, HS-এ পঞ্চম সোমনাথ পড়তে চায় ভূগোল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
নিউজ18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাচ্ছে রেজাল্ট ৷
#বাঁকুড়া: প্রকাশিত হল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বেলা ১২টা থেকেই নিউজ18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাচ্ছে রেজাল্ট ৷ টাইপ করুন রোল-নম্বর এবং জেনে নিন রেজাল্ট (HS Result Merit List) ৷
advertisement
উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনে ছাত্র সোমনাথ পাল৷ বাড়ি সানবাঁধা এলাকায়।তার প্রাপ্ত নম্বর ৪৯৪৷ খুবই দরিদ্র পরিবারের ছেলে সোমনাথ৷ বাবা ছিলেন সব্জি বিক্রতা৷ তবে ৪ বছর আগে একটি দুর্ঘটনায় পা ভেঙে যায় বাবার৷ সেই থেকে বন্ধ তার কাজকর্ম৷ সোমনাথের মা বিঁড়ি বাঁধেন৷ সেই থেকে যা আয় হয় তাই দিয়ে সংসার চলে তাদের৷ ফলে সংসারে প্রায় নুন আনতে পান্তা ফুরায় অবস্থা৷ সেই চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যেই সোমনাথের এতটা ভাল ফল সম্ভবত আশা করেনি সোমনাথ নিজেও৷ তার কথায়, ভাল পরীক্ষা দিয়েছিলাম৷ তবে পঞ্চম স্থান পাব আশা করিনি৷ তার মা বিঁড়ি বেঁধে সংসার চালান কোনও মতে৷ টিনের চালের বাড়ি৷ ছেলের এই সাফল্য চোখে জল মায়ের৷ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর ছেলের মুখে মিষ্টিও তুলে দিতে পারেননি তিনি৷ শুধু এক গ্লাস জল খাওয়ান সোমনাথকে৷ তাতেই খুশি ছেলে৷ আগামিদিনে শিক্ষক হতে চায় সোমনাথ পাল৷

advertisement
ইঞ্জিনিয়ার, ডাক্তার নয়৷ শিক্ষক হয়ে সমাজের সেবা করতে চায় সোমনাথ৷ ভূগোল অনার্স নিয়ে পড়তে চায় সে৷ কারণ সোমনাথের মতে সমাজ এগিয়ে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম৷ সমাজের মেরুদণ্ড হলেন শিক্ষকরা৷ তাই নিজেও সেই পেশায় আসতে চায় উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী সোমনাথ৷ তার এই ফলাফলের পিছনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য৷ ৫টি টিউশিন ছিল তার৷ এবং সব স্যারেরাই তাকে বিনা পয়সায় পড়াতেন, জানিয়ে সোমনাথ৷
advertisement
সংসার চূড়ান্ত অভাব৷ আগামিদিনে পড়াশুনা চালাতে সাহায্য চায় সোমনাথ এবং তার মা৷ কারণ বিনা সাহায্যে কোনও ভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়৷ ভূগোল বিষয়টি তার ভাল লাগে৷ তা নিয়েই পড়তে চায় সোমনাথ৷

advertisement
উচ্চ মাধ্যমিকে এবছর পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কালিম্পং-সহ ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। এবছর পরীক্ষা দিয়েছিলেন ৭,২০, ৮৬২ জন। ৬, ৩৬, ৮৭৫ পাশ করেছেন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৯৮ শতাংশ। জেলার নিরিখে (HS Result Merit List) পাশের হার এই বছর সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর জেলার। ৯৮.৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন সেখানে। অন্যদিকে কলকাতায় পাশের হার ৮৭.৪৯ শতাংশ। কলকাতা থেকে প্রথম দশে রয়েছেন দশ জন (Higher Secondary Result)।
advertisement
Jaijiban Goswami
Location :
First Published :
June 10, 2022 1:57 PM IST