আরও পড়ুনঃ ভোটগণনার দিনও জেলায় জেলায় অশান্তি, বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের শমসেরগঞ্জ
সিপিএমের অভিযোগ আজ সকালে তাঁরা যখন যাচ্ছিল তখন তৃণমূলের দুষ্কৃতিরা তাঁদের গাড়ি থামিয়ে তাদের মারধর করে, গাড়ি ও ভাঙচুর করে। অন্যদিকে দেখা যায় বিজেপির এজেন্ট ও কর্মীরা কাউনটিং সেন্টারে ঢুকতে না পেরে বাড়ির পথের রওনা দিয়েছে। তাঁদের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতিরা মেরে তাঁদের তাড়িয়ে দিয়েছে। বেলা গড়িয়ে গেলেও কর্মীর অভাবে এখনও গণনা শুরু হয়নি কাটোয়ার এক নম্বর ব্লকে।
advertisement
আরও পড়ুনঃ নন্দীগ্রামে শুরু ভোটগণনা! ২১-এর পর গ্রাম দখলের লড়াইেও নজরে সেই অধিকারী-গড়
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। ভোটের দিন সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ্যা! ফিরে এল ২০১৮ সালের সেই দুঃস্বপ্নের দিনগুলি। আর ভোটগণনার সেই ছবি। সকাল থেকেই ফের অশান্ত রাজ্যে। বহু জায়গাই এখনও শুরু হয়নি ভোটগণনা।