শামসুদ্দিন মন্ডল এবং লিয়াকত মন্ডল গ্রামে বোমাবাজি চালিয়েছে বলে অভিযোগ গ্ৰামবাসীদের। এই দুজনের গ্রেফতারির দাবি জানিয়ে বৃহস্পতিবার বাদশাহী রোড অবরোধে শামিল হলেন ঐ গ্রামের সাধারণ মানুষজন।
আরও পড়ুনঃ বিতর্কিত পঞ্চায়েতেও সবুজ-ঝড়! বগটুই, আনিস-মৃত্য়ু ছাপ ফেলল না ভোটে
তাঁদের অভিযোগ বাইরে থেকে দুষ্কৃতীদের এনে গ্রামে বোমাবাজি চালানোর পাশাপাশি গুলি চালানো হয়েছে। গ্রামের সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল দুষ্কৃতীরা। আর এর পেছনে হাত রয়েছে শামসুদ্দিন মন্ডল এবং লিয়াকত মন্ডল নামে দুই ব্যক্তির। বর্তমানে তাঁরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বাইরে। যাতে ওই দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় তাঁর জন্য গ্রামের সাধারণ মানুষেরা আজ বৃহস্পতিবার একত্রিত হয়ে পথ অবরোধে শামিল হয়েছেন।
advertisement
শামসুদ্দিন মন্ডল এবং লিয়াকত মন্ডলকে গ্রেফতারের দাবি জানিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের সাধারণ মানুষ। প্রশাসনের কাছে গ্রামবাসীদের আবেদন যাতে খুব দ্রুত ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দুষ্কৃতী তাণ্ডবের ভয়ে ঘুম উড়েছে গ্রামের মানুষদের। সব সময় যেন চিন্তায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন তাঁরা। আবার কখন গ্রামে দুষ্কৃতী প্রবেশ ঘটিয়ে তান্ডব চালানো হবে সেই আশঙ্কা রয়ে গিয়েছে মানুষের মনে।
আরও পড়ুনঃ ছড়ানো ব্যালট পেপার সোজা হাইকোর্টের টেবিলে! তাজ্জব বিচারপতি, তলব বিডিও
তাই, যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ওই দুই অভিযুক্ত ব্যক্তি সামসুদ্দিন মন্ডল এবং লিয়াকত মন্ডলকে গ্রেফতার করার আশ্বাস দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অবরোধকারীরা। পুলিশ প্রশাসন এসে আশ্বাস দিয়েছে যে তাঁরা শামসুদ্দিন মন্ডল এবং লিয়াকত মন্ডল কে গ্রেফতার করবেন। প্রায় এক ঘন্টা ধরে রাস্তায় অবরোধ করা হয় এদিন। পুলিশ যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের বাসিন্দারা।