WB Panchayat Elections Result 2023: ছড়ানো ব্যালট পেপার সোজা হাইকোর্টের টেবিলে! তাজ্জব বিচারপতি, তলব বিডিও

Last Updated:

ভোটগণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টের তলব হুগলির জাঙ্গিপরার ব্লক উন্নয়ন আধিকারিক সিতাংশু শেখর শীটের। বৃহস্পতিবার তাকে বিচারপতি অমৃত সিংহের এজলাসে হাজিরা দিতে বলা হয়েছে।

ছড়ানো ব্যালট পেপার সোজা হাইকোর্টের টেবিলে!
ছড়ানো ব্যালট পেপার সোজা হাইকোর্টের টেবিলে!
হুগলি: ভোটের গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে তলব হুগলির জাঙ্গিপরার ব্লক উন্নয়ন আধিকারিক সিতাংশু শেখর শীটের। বৃহস্পতিবার তাঁকে বিচারপতি অমৃত সিংহের এজলাসে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন জাঙ্গিপাড়ার বিডিও।
ভোটের ছাপ মারা ব্যালট পেপার যা থাকার কথা ছিল সরকারি হেফাজতে সেই রকমই একগুচ্ছ ব্যালট পেপার কলকাতা হাইকোর্টের বিচারপতির টেবিলে গিয়ে পৌঁছায়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একগুচ্ছ ব্যালট পেপার আদালতে জমা দেয়। যা দেখে স্তম্ভিত বিচারপতি স্বয়ং।
advertisement
advertisement
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, ‘প্রিসাইডিং অফিসারের সই করা ও শিলমোহর লাগানো ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল জাঙ্গিপাড়ার ভোটগণনা কেন্দ্রের বাইরে। সেখান থেকেই বিচারপতির কাছে তা নিয়ে আসা হয়।’
গোটা ঘটনায় বিচারপতি অমৃত সিংহ নির্দেশ দেন জঙ্গিপারার ওই বিডিওকে আদালতে হাজিরা দেওয়ার। কোর্টে জমা পরা ব্যালট পেপারগুলিকে আদালতের রেজিস্টার-এর কাছে গচ্ছিত রাখার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার দুপুর ২ টো তে বিডিও কে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। সঙ্গে আনতে বলা হয় ভোট গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ। একইসঙ্গে জমা দিতে বলা হয় প্রিসাইডিং অফিসারদের তালিকা।
advertisement
ভোটগণনার দিন জাঙ্গিপাড়ার গণনা কেন্দ্র ছিল দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়। সেখানে সিপিআইএম প্রার্থীদের অভিযোগ ছিল ভোটের ব্যালট পেপার স্কুলের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সিপিআইএম এই অভিযোগ নিয়ে সরব হয়। তারপরেই ঘটনা গড়ায় হাইকোর্ট পর্যন্ত।
গোটা ঘটনা প্রসঙ্গে জঙ্গিপারার বিডিও সিতাংশ শেখর শীটের দাবি যে ভোটগণনায় কোনও রকম কারচুপি হয়নি। মিথ্যা অভিযোগ করা হয়েছে তাঁর নামে। আদালতে তিনি হাজিরা দেবেন এবং যথাযথ প্রমাণও দেবেন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
WB Panchayat Elections Result 2023: ছড়ানো ব্যালট পেপার সোজা হাইকোর্টের টেবিলে! তাজ্জব বিচারপতি, তলব বিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement