West Bengal Panchayat Election 2023 Voting LIVE Updates : আর কিছু সময় পরেই শুরু ভোটগ্রহণ পর্ব, নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে?
কাটোয়া ২ নম্বর ব্লকে চালিত বুথের সংখ্যা ছয়টি। এই ছয়টি বুথের মধ্যেই একটি বুথ হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের জগদানন্দপুর এফ পি স্কুলে ৪৭ নম্বর বুথ। মহিলা পরিচালিত এই বুথে মহিলা ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে এবং পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা ভোট কর্মীরাই বা কি বলছেন, দেখে নিন।
advertisement
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের অন্তর্গত জগদানন্দপুর এফ পি স্কুলে ৪৭ নম্বর বুথটি মহিলা পরিচালিত। এই বুথে মোট ভোট কর্মীর সংখ্যা পাঁচজন এবং এই পাঁচজনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে একটি পুলিশ কর্মীকে। এই বুথে ভোট পরিচালনার কাজে যুক্ত থাকা ভোটকর্মীরা আশাবাদী নির্বাচন নিরাপদেই হবে। সেই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিয়েও তাদের মধ্যে কোনো সংশয় নেই বলেই জানিয়েছেন তারা। সাবিনা ইয়াসমিন নামক এক ভোট কর্মী বলেন, “এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেনি। তবে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্স আসবে, কোনও অসুবিধা হবে না। এই বুথে মোট ৫ জন ভোটকর্মী ও একজন পুলিশ রয়েছেন বর্তমানে।”
আরও পড়ুন: “জানি না আমরা ঠিক ভাবে ভোট করে ফিরব কিনা!” ভোট কর্মীদের সঙ্গে মাত্র একজন পুলিশ!
তবে পুলিশকর্মীর সংখ্যা বেশি হলে কোথাও গিয়ে আর একটু সুবিধা হত বলেও মনে করছেন তারা। তবে মহিলা ভোট কর্মীদের তরফে আরও জানানো হয়েছে , “আমাদের রাজ্য সরকারের ওপর আস্থা রয়েছে,আমাদের সবরকম পরিষেবা দেবেন । কোনওরকম অসুবিধা হলে বলা হয়েছে ফোন করে নিতে। আমরাও সেভাবেই চলবো। ওঁরা যেভাবে বলেছেন কাজ করে নিতে সেভাবেই করব।”
আরও পড়ুন:
জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত রায় জানিয়েছেন শান্তিপূর্ণভাবেই ভোট হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। এ প্রসঙ্গে তিনি আরো জানান, “এটা শান্তিপূর্ণ এলাকা এই এলাকায় ভোট শান্তিপূর্ণভাবেই হবে । আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা শান্তি এবং সম্প্রীতির পক্ষে তাই যাতে শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিক দিয়ে আমাদের কর্মীরা সজাগ আছে ।” আর সব মিলিয়ে আগামীকালের পঞ্চায়েত নির্বাচনে পুরুষ ভোটকর্মীদের পাশাপাশি দৃপ্ত সাবলীল নির্ভীক ভাবে নির্বাচন পরিচালনার কাজে যোগ দিতে দেখা গেল মহিলা ভোটকর্মীদেরও।
Bonoarilal Chowdhury