আরও পড়ুন: হাসপাতলে বেআইনি পার্কিংয়ের জেরে নাজেহাল রোগীরা
পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের আলেফ নগর গ্রামে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই প্রকল্প প্রসঙ্গে আউসগ্রাম-১ এর বিডিও অরিন্দম মুখোপাধ্যায় বলেন, গ্রামে গ্রামে ঘুরে বর্জ্য সংগ্রহ করা হবে। ওই বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব সার তৈরি করা হবে। এর জন্য দুটি ই-রিকশা দেওয়া হয়েছে, যেগুলি গ্রামে গ্রামে ঘুরে বর্জ্য সংগ্রহ করবে। জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা প্রকল্প প্রসঙ্গে জানান, বাড়িতে উচ্ছিষ্ট যে সমস্ত জিনিসগুলি আছে তা দুটো করে বালতিতে জৈব ও অজৈব দুই ভাগে ভাগ করে রাখতে হবে। এর জন্য প্রতিটি পরিবারকে লাল বালতি এবং সবুজ বালতি দেওয়া হয়েছে। যে সকল বর্জ্য পদার্থ নষ্ট হয়ে যায় সেগুলি একটিতে এবং প্লাস্টিক, শ্যাম্পুর কৌটো ইত্যাদি অন্য একটি বালতিতে রাখতে হবে।
advertisement
বিডিও জানিয়েছেন, শহরাঞ্চলে যে সকল প্রকল্প জনপরিষেবা হিসেবে চলে তার অনেকগুলোই চাইলে পরিকল্পনা করে গ্রামেও রূপায়ন করা সম্ভব। তাতে সকলের মঙ্গল হবে। এই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প তেমনই একটি বিষয় বলে তিনি দাবি করেন।






