TRENDING:

East Bardhaman News: পরিবেশবান্ধব উপাদানে সেজে উঠল ওয়াল আর্ট

Last Updated:

ওয়াল আর্টের উপাদান হিসেবে তারা ব্যবহার করেছে কেবলমাত্র ইটের কুচি, কাঠ কয়লা এবং গাছের পাতা। যা দিয়ে দেওয়ালে একের পর এক ছবি ফুটিয়ে তুলছেন শিল্পী দেবাশিস বালা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: দামদরের তীরের বালি শিল্পের পর এবার সমাজ সচেতনতার হাতিয়ার ওয়াল আর্ট। 'মুভ ফর আর্থ' শীর্ষক ক্যাম্পেনের বার্তা এবার ফুটে উঠছে দেওয়ালজুড়ে। পূর্ব বর্ধমান সাইকেলিং ক্লাব ও সুইচ অন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলাজুড়ে চলছে পরিবেশবান্ধব ক্যাম্পেন কর্মসূচি। সেই কর্মসূচির একটি অঙ্গ হিসেবে ওয়াল আর্টকে ব্যবহার করছে এই দুই সংস্থা।
advertisement

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা নিয়ে প্রচার চালাচ্ছে এই দুই সংস্থা। তারই অংশ হল এই ওয়াল আর্ট। ওয়াল আর্টের উপাদান হিসেবে তারা ব্যবহার করেছে কেবলমাত্র ইটের কুচি, কাঠ কয়লা এবং গাছের পাতা। যা দিয়ে দেওয়ালে একের পর এক ছবি ফুটিয়ে তুলছেন শিল্পী দেবাশিস বালা। দেওয়ালজুড়ে গোপাল ভাঁড় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কিংবা পরিবেশ ভাবনায় সাইকেলের সঙ্গে সবুজ পৃথিবীর এগিয়ে চলার নানা দৃশ্য ফুটিয়ে তুলছেন এই চিত্রশিল্পীরা। মেমারি পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির মাঠের পাঁচিল, সিমেন্টের দেওয়াল যেন হয়ে উঠেছে আস্ত একটা ক্যানভাস। যেখানে ফুটে উঠছে পরিবেশ সচেতনতার সাথে সম্পর্কিত বিভিন্ন ছবি।

advertisement

আরও পড়ুন: চার বছর পর খুলে গেল শিলিগুড়ির একমাত্র সরকারি সুইমিং পুল

সংস্থার সদস্যদের কথায়, বৃষ্টির জলে এই চিত্র ধুয়ে গেলে আবারও ফুটে উঠবে অন্য কোন‌ও বিষয়। রং হিসেবে যা ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত সহজলভ্য এবং পরিবেশবান্ধব। এই বিষয়ে শিল্পী দেবাশিস বালা জানান, ইট, কয়লা ও গাছের পাতা ব্যাবহার করে এই সকল ছবি এঁকেছেন। তিনি কোনদিন কোথাও আঁকা শেখেননি। সম্পূর্ণ নিজের দক্ষতায় এই কাজ করছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

প্রসঙ্গত কিছুদিন আগেই পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও সুইচ অন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে দামোদরের তীরে বালি শিল্পকে ব্যবহার করা হয়েছিল। তবে এবার ওয়াল আর্টের নিদর্শন সকলেরই খুব ভালো লেগেছে।

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: পরিবেশবান্ধব উপাদানে সেজে উঠল ওয়াল আর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল