আরও পড়ুন: ঐতিহ্যবাহী মার্টিন বার্ন রোড যেন নয়ানজুলি!
পূর্ব বর্ধমানের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা শেফালী সরকার জানান, এখানে ৩৫ জন শিশু আছে। মা আছেন ১৮ জন। প্রসূতি মা আছেন ১০ জন। তাঁরা সকলেই খাবার নিতে ওই নোংরা জল পেরিয়ে আসেন। এখন একটু জল কমেছে, কিন্তু তাতেও হাঁটুর উপরে জল আছে! এই অবস্থায় যদি কোনও বাচ্চার সঙ্গে কোনওরকম অঘটন ঘটে যায় তাহলে কী হবে, এই প্রশ্ন করছেন অনেকেই।
advertisement
বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই এই অবস্থা বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, রাস্তা থাকলেও রাস্তার পাশ দিয়ে কোনওরকম ড্রেন করা হয়নি। যে কারণে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে রাস্তায়। একেই মশার উপদ্রব তার উপর জল জমে থাকায় সমস্যা আরও বেড়েছে। এক অঙ্গনওয়াড়ি কর্মীর জানান, কিছুদিন আগে এই কেন্দ্রে সাপের দেখাও মিলেছিল। যার ফলে ভয়ে বাচ্চাদের পাঠাতে চাইছেন না অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জল আটকে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য রঞ্জিত গাজী জানান, পঞ্চায়েত খুব দ্রুত এখানে ড্রেনের ব্যবস্থা করে দেবে।
বনোয়ারীলাল চৌধুরী