আরও পড়ুন: অনেক স্বপ্ন নিয়ে ওপার থেকে এপারে এসেছিলেন, ৮ বছরে সবকিছু ধুলিস্যাৎ হওয়ার মুখে ছিটমহলের
পূর্ব বর্ধমানের বর্ধমান-২ ব্লকের হাটগোবিন্দপুর রামনগর এলাকায় এই কর্মসূচি পালিত হয়। দুই সংস্থার যৌথ উদ্যোগে পরিবেশ দূষণ রোধে পদযাত্রা, সেমিনার ও সেই সঙ্গে পার্থেনিয়াম নিধনের কর্মসূচি আয়োজিত হয়। পদযাত্রা শেষে বৃক্ষ দত্তক কর্মসূচির অংশ হিসেবে রামনগর যুব সংঘে তারা ৬০ টি গাছ রোপন ও দত্তক নেওয়ার ব্যবস্থা করা হয়। কর্মসূচিটিতে ছাত্র-ছাত্রীদেরও অন্তর্ভুক্ত করা হয়। তাদের নিয়ে আলোচনা সভা আয়োজিত হয়।
advertisement
এই কর্মসূচি প্রসঙ্গে আয়োজকদের তরফে বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত জানান, পরিবেশ দূষণ রোধে ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভা আয়োজিত হয়। বীজ হওয়ার আগেই পার্থেনিয়াম গাছ নিধনে উদ্যোগী হওয়া জরুরি বলে তিনি জানান। এলাকায় স্বাস্থ্য ও পরিবেশবান্ধব র্যালি বের হয়। এই র্যালি চলাকালীন পার্থেনিয়াম গাছ চোখে পড়লেই তা উপড়ে ফেলা হয়।
এই কর্মসূচিতে সংস্থার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নিশীথ কুমার মালিক সহ এলাকার প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী।