কয়েক মাস আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল তবে তাঁরা উদাসীন। তাঁরা এও জানিয়েছেন , আগামীদিনে যাতায়াতে সুবিধা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তাদের সমস্যা নিয়ে কেউই সেরকম মাথাব্যথা দেখাচ্ছে না। কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ।
advertisement
আরও পড়ুনঃ ভারত সাংস্কৃতিক উৎসব বর্ধমানে, চলবে ১৮ তারিখ পর্যন্ত
ফলে নিত্য দিনের এই সমস্যা বেড়েই চলেছে । সমস্যার সমাধান না হলে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হতে হবে তাদের । এদিন পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ । পুলিশ আধিকারিকরা গ্রামবাসীদের আশ্বস্ত করেন। পুলিশের আশ্বাস শুনে আপাতত গ্রামবাসীরা শান্ত হলেও , তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন গ্রামবাসীরা বলে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ।
Malobika Biswas