Purba Bardhaman News: ভারত সাংস্কৃতিক উৎসব বর্ধমানে, চলবে ১৮ তারিখ পর্যন্ত

Last Updated:

আজ অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে ভারত সংস্কৃতি উৎসব। এবছর ১৫ তম বর্ষ ভারত সাংস্কৃতিক উৎসবের। বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হবে এই ভারত সংস্কৃতি উৎসব। ২০ টি রাজ্যের প্রতিযোগীরা অংশ গ্রহণ করবেন এই ভারত সাংস্কৃতিক উৎসবে বলে জানা গিয়েছে।

+
title=

#পূর্ব বর্ধমান : আজ অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে ভারত সংস্কৃতি উৎসব। এবছর ১৫ তম বর্ষ ভারত সাংস্কৃতিক উৎসবের। বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হবে এই ভারত সংস্কৃতি উৎসব। ২০ টি রাজ্যের প্রতিযোগীরা অংশ গ্রহণ করবেন এই ভারত সাংস্কৃতিক উৎসবে বলে জানা গিয়েছে। সাংবাদিক সম্মেলন করে সকলকে এই অনুষ্ঠানের কথা জানিয়ে দেওয়া হয় মঙ্গলবার। এদিন উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অনিল ভার্মা সহ অন্যান্যরা।
জানা গিয়েছে , এবছর ৪৮৫৮জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। ১৮ ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। শহরের তিনটি জায়গায় অনুষ্ঠিত হবে এই ভারত সংস্কৃতি উৎসব। টাউন হল ময়দান, টাউন হল অডিটোরিয়াম ও রেলওয়ে রঙ্গমঞ্চ এ অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। সকাল নটা থেকে ছটা পর্যন্ত চলবে অনুষ্ঠান। ভারতবর্ষের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতেই প্রতিবছর এই ভারত সংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়। দু'বছর করোনার জেরে হয়নি এই ভারত সংস্কৃতি উৎসব।
advertisement
আরও পড়ুনঃ ক্ষেতমজুরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মন্তেশ্বরে
বর্তমানে করোনা আবহ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সবকিছু। ফলে এ বছর অনুষ্ঠিত হচ্ছে ভারত সংস্কৃতি উৎসব। ইতিমধ্যেই টাউন হল প্রায় সাজানো শেষ। একদিকে মূল মঞ্চ আর তিন থেকে চারটি স্টল করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এসে যাতে কোনরকম সমস্যায় না পড়ে সেদিকে বিশেষ নজর দিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মেমারি ছিনুই এলাকায় নতুন করে শুরু সাবমার্সিবেলের কাজ
ভারত সাংস্কৃতিক উৎসবের সভাপতি প্রসেনজিৎ পোদ্দার বলেন, পদযাত্রা করে অনুষ্ঠানের একপ্রকার সূচনা হবে।এবছর ১৫ তম ভারত সাংস্কৃতিক উৎসব। শুরুতে প্রায় ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তবে ধীরে ধীরে সেই প্রতিযোগীর সংখ্যা বেড়েছে এ বছর প্রতিযোগীর সংখ্যা দাঁড়িয়েছে, ৪৮৫৮ জন। ফলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে বাংলার সংস্কৃতি মানুষের অন্তরে প্রবেশ করছে।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ভারত সাংস্কৃতিক উৎসব বর্ধমানে, চলবে ১৮ তারিখ পর্যন্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement