Purba Bardhaman News: ক্ষেতমজুরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মন্তেশ্বরে
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
ক্ষেতমজুরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামে খেতমজুরের ঝুলন্ত দেহ উদ্ধার হল এদিন। মৃত ব্যক্তির নাম বিকাশ মেটে বয়স আনুমানিক ৪৬ বছর। মন্তেশ্বর দেনুর গ্রামের বাসিন্দা তিনি বলে জানা গিয়েছে।
#পূর্ব বর্ধমান : ক্ষেতমজুরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামে খেতমজুরের ঝুলন্ত দেহ উদ্ধার হল এদিন। মৃত ব্যক্তির নাম বিকাশ মেটে বয়স আনুমানিক ৪৬ বছর। মন্তেশ্বর দেনুর গ্রামের বাসিন্দা তিনি বলে জানা গিয়েছে। দেনুর গ্রাম সংলগ্ন একটি মাঠের বৈদ্যুতিক পোলে বিকাশের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা ও পরিবারের লোকজন। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রাদেহ উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর পরে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ অধিকারীকরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন মাঠে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন বিকাশ। এরপর দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।। আর তখনই খুঁজতে খুঁজতে ওই মাঠে এসে দেখতে পান বৈদ্যুতিক পোলে বিকাশের ঝুলন্ত দেহ।
advertisement
advertisement
মৃতের ভাই বিধান মাঝি বলেন, দাদা খুব ভালো মানুষ ছিল। বাড়িতে কোন সমস্যা নেই, কোনও অশান্তি নেই। কিন্তু এই ঘটনা কীভাবে ঘটল সেটাই বুঝে উঠতে পারছি না । এদিক পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি । দেহ ময়নতন্ত্রের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
advertisement
Malobika Biswas
view commentsLocation :
First Published :
December 14, 2022 12:53 PM IST