Purba Bardhaman News: মেমারি ছিনুই এলাকায় নতুন করে শুরু সাবমার্সিবেলের কাজ

Last Updated:

পূর্ব বর্ধমান জেলায় মেমারি ছিনুই এলাকায় মন্দির প্রাঙ্গনে সাবমারসিবল বসানো নিয়ে ব্যাপক উত্তেজনা। সাবমারসিবলের কাজ আটকে দেয় গ্ৰামবাসিরা। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

+
title=

#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলায় মেমারি ছিনুই এলাকায় মন্দির প্রাঙ্গনে সাবমারসিবল বসানো নিয়ে ব্যাপক উত্তেজনা। সাবমারসিবলের কাজ আটকে দেয় গ্ৰামবাসিরা। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্ৰামবাসিদের দাবি এই ছিনুই এলাকাবাসীদের সুবিধার্থে এখানে একটি সাবমার্সিবেল বসানো হচ্ছিল। সামনেই রয়েছে স্কুল, যাতে ছোট বাচ্চাদের জলের দরকার মেটে তার জন্য এই সাবমার্সিবাল বসানো হচ্ছিল। তবে সেই সাবমার্সিবেলের জল খাওয়ার উপযোগী নয় বলে দাবি করেন স্থানীয়রা। এর পরই সাবমার্সিবেলের কাজ বন্ধ করে দেয়। তবে তার পর ফের শুরু হল নতুন করে সাবমার্সিবেলের কাজ।
স্থানীয়দের অভিযোগ, সাবমার্সিবেলের কাজে যে মোটর ব্যবহার করা হচ্ছিল সেই মোটর একদমই কম দামের। যেই মোটর ব্যবহার হলে তা কিছুদিন পরই খারাপ হয়ে যাবে । ছমাস সেই মটর টিকবে কিনা সন্দেহ। স্থানীয়রা এই সাবমারসিবল এর জল পাওয়ার পাশাপাশি সামনেই রয়েছে একটি স্কুল। আর সেই ছাত্রছাত্রীরাও এই সাবমারসিবল এর জল পাবে। ফলে সাবমার্সিবেলবসানোর কাজে কোনরকম ত্রুটি যেন না থাকে তার জন্যই সেই কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হাল ফ্যাশনেই বাজিমাত করেন শান্তনু! বর্ধমানেও রয়েছে সুলুক সন্ধান
তবে পুনরায় কাজও শুরু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। এদিন সাবমারসিবলের কাজ করতে আসা কর্মীরা বলেন, কাজ চলাকালীন স্থানীয়রা বিক্ষোভ দেখায়, যে সাবমারসিবল এর মটোর ভালো না। আর সাবমার্সিবেলের জল খাওয়া উপযোগী নয়। স্থানীয়দের কথা মাথায় রেখে সমস্ত পুরনো সরঞ্জাম বদলে নতুন সরঞ্জাম দিয়ে কাজ শুরু হয়েছে।
advertisement
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: মেমারি ছিনুই এলাকায় নতুন করে শুরু সাবমার্সিবেলের কাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement