আরও পড়ুন: রবীন্দ্র জয়ন্তীতে বিশ্বকবির মূর্তি উন্মোচন
গ্রামবাসীদের আশঙ্কা দীর্ঘদিন সংস্কারের অভাবে যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে সেতুটি। বয়স্ক এবং শিশুদের নিয়ে সেতুটি পার হতে গিয়ে রীতিমত আতঙ্কে ভোগে গ্রামের মানুষ। বেশ কয়েকবার এই সেতুযে দুর্ঘটনাও ঘটেছে। উপর থেকে নিচে পড়ে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন।
advertisement
পূর্ব বর্ধমানের এই সেতুটি প্রশাসন সংস্কার না করায় মাঝে গ্রামের মানুষজন নিজেরাই উদ্যোগ নিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছিল। এই পরিস্থিতিতে যাত্রী নিয়ে কোনও গাড়ি সেতুটি পার হতে পারে না। সবাইকে নামিয়ে দেওয়ার পর চালক একা গাড়িটিকে নিয়ে কোনরকমে সেতু পার করেন। তারপর আবার বাকিরা হেঁটে গিয়ে গাড়িতে ওঠে। এই পরিস্থিতিতে দ্রুত ভাতারের এই সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের আশঙ্কা, এরপরেও সেতুটি সংস্কার না হলে যে কোনও দিন বড় একটা বিপদ ঘটে যেতে পারে।