আরও পড়ুন: বিশ্ব জলাতঙ্ক দিবসে ২০০ পথকুকুর-বিড়ালকে টিকাকরণ
পাটুলি পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত রায় জানান, উপস্বাস্থ্য কেন্দ্রটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য দ্রুত বিডিও এবং বিএমওএইচ-এর কাছে তাঁরা আবেদন করবেন। এই বিষয়ে তিনি আরও বলেন, আঠেরো থেকে কুড়ি বছর আগে এখানে বেড ছিল। কিন্তু তারপর থেকেই দীর্ঘদিন এটি ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল। ডাক্তাররা ঠিকমতো আসতেন না, সপ্তাহে এক বা দুদিন আসতেন। তবে গত এক মাস হল দু’জন চিকিৎসক দেওয়া হয়েছে। তাঁরা সোম-বুধ-শুক্র এবং মঙ্গল-বৃহস্পতি-শনি রোগী দেখছেন। সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চিকিৎসকরা রোগী দেখছেন। এরপর তারা চলে যাচ্ছেন। ফলে চাইলেও পরবর্তী সময়ে কেউ অসুস্থ হয়ে পড়লেও তাঁর কোনও চিকিৎসা হচ্ছে না এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে।
advertisement
এই পরিস্থিতিতে গ্রামবাসীদের দাবি, তাঁদের জীবনের কথা ভেবে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন উপস্বাস্থ্য কেন্দ্রটির পরিকাঠামো উন্নয়ন করুক। তাঁরা চান, সেখানে সর্বক্ষণ চিকিৎসক ও নার্স থাকুক এবং প্রয়োজনে রোগীদের ভর্তি নিয়ে চিকিৎসা করার পরিষেবা চালু হোক।।
বনোয়ারীলাল চৌধুরী





