পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের অন্তর্গত সাহেবগঞ্জ-১ পঞ্চায়েতের কাঁটাগড় পাড়ায় ৩০ টি পরিবারের বসবাস। এখানকার বাসিন্দাদের অভিযোগ, বছর দু'য়েক আগে বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের পাইপলাইনের সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানীয় জল আসত না। মাসখানেক আগে ওই পাড়ায় প্রবেশের মুখে নতুন সেতু তৈরির সময় জলের পাইপলাইনের সংযোগ কেটে দেয়। সেই থেকে আর ছিটে ফোঁটাও জল আসছে না বাড়িগুলিতে। পাড়ার একমাত্র সরকারি নলকূপটিও খারাপ বলে গ্রামবাসীরা জানিয়েছেন। বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে জল বয়ে এনে কোনরকমে পানীয়জলের সমস্যা মেটাছেন তারা।
advertisement
আরও পড়ুন: কয়েক মিনিটের বৃষ্টিতেই দোকানে ঢুকে পড়ল জল, রাস্তা জলমগ্ন হয়ে বন্ধ হয়ে গেল যান চলাচল
যদিও গ্রামবাসীদের এইসব অভিযোগ অস্বীকার করেছেন ভাতার পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা বাসুদেব যশ। তিনি বলেন, জলের সমস্যা অনেক আগে ছিল। সেই সমস্যা আমি নিজে দায়িত্ব নিয়ে ঠিক করে দিয়েছিলাম। বর্তমানে ওখানে সেতুর কাজ হওয়ায় পাইপ লাইন কাটা হয়েছে। তাই কিছুদিন সমস্যা হচ্ছে। ১০ দিনের মধ্যে সেই সমস্যা মিটে যাবে। সমস্যা সমাধানের এই আশ্বাস পেয়ে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।