এরই মধ্যে বিদ্যুৎ চলে যাওয়ায় সে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হয় শহর বর্ধমান। শয়ে শয়ে সাইকেল এগিয়ে চলে লাইট সজ্জিত হয়ে শব্দ বাজীর বিরুদ্ধে স্লোগান তুলে। উপস্থিত ছিলেন বিধায়ক নিশিত কুমার মালিক। বর্ধমান শহর ছাড়াও ৪টি ব্লকেও এই যাত্রা আয়োজিত হয়। জামালপুরে সাদিপুর অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা সইকেল নিয়ে রাস্তায় নামেন। মেমারীতে আঁচল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রাস্তায় নামে সাইকেল নিয়ে।
advertisement
আরও পড়ুনঃ অপুষ্ট শিশুদের পুষ্টির যোগান দিতে উদ্যোগী জেলা প্রশাসন
বর্ধমান দুই নম্বর ব্লকের বড়শূলে বড়শূল ক্রিকেট অ্যাকাডেমির ছাত্রছাত্রীরাও সাইকেল চালায় রাস্তায়। বাদ যায়নি গঙ্গাপারের শহর কাটোয়াও। সেখানকার বহু মানুষ সাইকেলে লাইট লাগিয়ে প্রচারে এগিয়ে আসে বাজী বন্ধে। এদিন এই লাইট সজ্জিত সাইকেল র্যালি দেখতে রাস্তার দুপাশে ভিড় করে বহু মানুষ। এই সাইকেল র্যালির প্রশংসা করেন অনেকে।
Malobika Biswas