আরও পড়ুন: পরনে নেই স্কুল ইউনিফর্ম, সিটি সেন্টার থেকে উদ্ধার হারিয়ে যাওয়া স্কুল ছাত্রী
পূর্ব বর্ধমান জেলার বনগ্রাম, পঞ্চাননতলা, দুর্গাগ্রাম এইসব গ্রামের বেশিরভাগ বাড়ির সদস্যরা প্ল্যাস্টিক, সিন্থেটিক কাপড়ের মালা তৈরি করে আয় করেন। বাড়ির পুরুষদের পাশাপাশি মহিলারাও হাত লাগান এই কাজে। আর এই গ্রামগুলি থেকে মালা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে যায়। দুর্গাপুজোতেও এই মালার চাহিদা থাকে ব্যপক। আর পুজোর আগে সেই মালা গেঁথেই নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছে দুই বোন৷
advertisement
বনগ্রামের বাসিন্দা সৌরভ প্রামাণিক ও পার্বতীদেবীর দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে টিনা কিছুদিন হল বিএ ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছে। তার স্বপ্ন পুলিশ হয়ে বাবা-মায়ের পাশে দাঁড়াবে। সেইমত প্রস্তুতিও শুরু করেছে সে। আর ছোট বোন শিল্পা নবম শ্রেণির পড়ুয়া। বাবার কাছ থেকেই এই ফুল তৈরির কাজ শেখার গত ১০ বছর ধরে দুই বোন এই ফুল তৈরি করেই নিজেদের পড়াশোনার খরচ যোগাড় করছে।
জানা গিয়েছে সৌরভ প্রামাণিকের আগে চালের আড়ৎ ছিল। পরবর্তীতে সেই ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়ে, মালা তৈরির ব্যাবসা শুরু করেন। এই ব্যবসা শুরুর প্রথম থেকেই তাঁর দুই মেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী