TRENDING:

East Bardhaman News: মালা গেঁথে পুলিশ হ‌ওয়ার স্বপ্ন পূরণের লড়াই দুই বোনের

Last Updated:

দুর্গাপুজোর সময় প্লাস্টিকের মালার চাহিদা তুঙ্গে ওঠে। সেই মালা গেঁথেই পুলিশ হওয়ার স্বপ্ন পূরণের লড়াই লড়ছে বনগ্রামের দুই বোন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: লক্ষ্য চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের মুখে হাসি ফোটানো। তাই পুজোর আগে রাতদিন পরিশ্রম করে রংবেরঙের মালা তৈরি করছে বনগ্রামের দুই বোন৷ টিনা ও শিল্পা প্রামাণিক পড়াশোনার পাশাপাশি কাপড় কেটে তাতে পাট, জড়ি, রেশম সুতো দিয়ে মালা গেঁথে নিজেদের পড়ার খরচ জোগাড় করে। পাশাপশি পরিবারের সংসার খরচ‌ও তারা এইভাবে জোগাড় করছে।
advertisement

আরও পড়ুন: পরনে নেই স্কুল ইউনিফর্ম, সিটি সেন্টার থেকে উদ্ধার হারিয়ে যাওয়া স্কুল ছাত্রী

পূর্ব বর্ধমান জেলার বনগ্রাম, পঞ্চাননতলা, দুর্গাগ্রাম এইসব গ্রামের বেশিরভাগ বাড়ির সদস্যরা প্ল্যাস্টিক, সিন্থেটিক কাপড়ের মালা তৈরি করে আয় করেন। বাড়ির পুরুষদের পাশাপাশি মহিলারাও হাত লাগান এই কাজে। আর এই গ্রামগুলি থেকে মালা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে যায়। দুর্গাপুজোতেও এই মালার চাহিদা থাকে ব্যপক। আর পুজোর আগে সেই মালা গেঁথেই নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছে দুই বোন৷

advertisement

View More

বনগ্রামের বাসিন্দা সৌরভ প্রামাণিক ও পার্বতীদেবীর দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে টিনা কিছুদিন হল বিএ ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছে। তার স্বপ্ন পুলিশ হয়ে বাবা-মায়ের পাশে দাঁড়াবে। সেইমত প্রস্তুতিও শুরু করেছে সে। আর ছোট বোন শিল্পা নবম শ্রেণির পড়ুয়া। বাবার কাছ থেকেই এই ফুল তৈরির কাজ শেখার গত ১০ বছর ধরে দুই বোন এই ফুল তৈরি করেই নিজেদের পড়াশোনার খরচ যোগাড় করছে।

advertisement

জানা গিয়েছে সৌরভ প্রামাণিকের আগে চালের আড়ৎ ছিল। পরবর্তীতে সেই ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়ে, মালা তৈরির ব্যাবসা শুরু করেন। এই ব্যবসা শুরুর প্রথম থেকেই তাঁর দুই মেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: মালা গেঁথে পুলিশ হ‌ওয়ার স্বপ্ন পূরণের লড়াই দুই বোনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল