Student Missing: পরনে নেই স্কুল ইউনিফর্ম, সিটি সেন্টার থেকে উদ্ধার হারিয়ে যাওয়া স্কুল ছাত্রী

Last Updated:

Student Missing: পুজোর আগেই ঘরে ফিরল ঘরের মেয়ে৷

কলকাতা:  দক্ষিণ কলকাতার স্কুল থেকে নিখোঁজ ছাত্রীকে২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বার করল পুলিশ৷ মঙ্গলবারই সিটি সেন্টার ওয়ান থেকে কিশোরীকে  উদ্ধার হয়েছে। উদ্ধার করে ছাত্রীকে গড়িয়াহাট থানায় নিয়ে যায় পুলিশ। তবে মেয়েটির পরণে  স্কুলের  ইউনিফর্ম ছিল না৷ অর্থাৎ কোনওভাবে পোশাক  পরিবর্তন করে ,সাধারণ পোশাক পরে ছিল মেয়েটি৷
সঠিকভাবে  ঠিক কী ঘটনা ঘটেছিল তা এখনও জানা যায়নি৷ এখনও  ছাত্রীটি  ট্রমাতে রয়েছে। তার কাছ থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কী ঘটেছিল জানতে চাইছে।
এদিকে এর আগে জানা গিয়েছিল  স্কুল থেকেই নিখোঁজ হয়েছিল  অষ্টম শ্রেণির ওই ছাত্রী। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল  নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। গত সোমবার স্কুল থেকে আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী।
advertisement
advertisement
নিখোঁজ ছাত্রীর বয়স ১৪ বছর। কিশোরী ছাত্রীকে তার বাবা মা প্রতিদিন স্কুল থেকে আনতে যেত। সোমবারও স্কুলে আনতে যাওয়ার পর ছাত্রীর বাবা মা দেখেন স্কুলে নেই তাঁদের সন্তান।
advertisement
কিন্তু স্কুল থেকে কীভাবে নিখোঁজ হল ওই ছাত্রী? অভিভাবক ছাড়াই কেন স্কুল থেকে ছাড়া হল মেয়েকে? স্কুলের পক্ষ থেকে এখনও কোনও কিছু জানান হয়নি। এখনও পর্যন্ত ওই কিশোরীর নিখোঁজের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।
Shanku Santra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Student Missing: পরনে নেই স্কুল ইউনিফর্ম, সিটি সেন্টার থেকে উদ্ধার হারিয়ে যাওয়া স্কুল ছাত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement